বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক কর্তৃক করোনা ভাইরাস মোকাবেলায় গঠিত চিকিৎসক পুল

নিউইয়র্ক সিটি এখন করোনা ভাইরাস প্যানডেমিক এর এপিসেন্টার। আমাদের কিছু বাংলাদেশী-আমেরিকান ভাই-বোনেরা তাঁদের নিজেদের ডাক্তার এর সাথে জরুরী পরামর্শের জন্য যোগাযোগ করতে বেশ অসুবিধার সম্মুখিন হচ্ছেন। এ বিষয়টি কনস্যুলেট এর নজরে আসার পর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক কমিউনিটির সুবিধার জন্য স্থানীয় বাংলাদেশী-আমেরিকান ডাক্তারদের সমন্বয়ে একটি পুল গঠন করার উদ্যোগ গ্রহণ করে। এতে স্থানীয় বাংলাদেশী-আমেরিকান ডাক্তারগণ কনস্যুলেট এর উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা পুলে অংশগ্রহণ করতে আগ্রহী হন। কনস্যুলেটের উদ্যোগে গৃহীত এই জনকল্যানমূলক কাজে যেসকল চিকিৎসক অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

নিম্নলিখিত ডাক্তারদের নাম এর পার্শ্বে বর্নিত ফোন নম্বরে কথা বলে আপনার জরুরী পরামর্শ নিতে পারেন:

০১) Mr. Pratap Das, MD
Board-certified in Family Medicine New York Comprehensive Cardiology, PLLC
95 Wyckoff Ave, Brooklyn, NY 11237. Tel: 929-321-2645

০২) Mr. Khandker Ferdous, Md FACP
Internal Medicine & Geriatrics
Email: drkhandker@drferdous.com; Phone-7185655600

০৩) Mr. Mohammed Alam, MD.
Email: dr.tuku@yahoo.com phone: 6317429081

০৪) Mr. Mohammed Yousufal Mamoon, MD.
Email: mamonny1@gmail.com

০৫) Mr. Mohammed Ziaur Rahman MD.
email: mzrahman@gmail.com phone: 5164554427 Call or text after 4 PM

০৬) Mr. Maksud Chowdhury MD.
Mchowdhury55@gmail.com phone:9173045934

০৭) Mr. Ziauddin Ahmed MD.
Email: Ziauddin.philadrelphia@gmail.com. phone:6102039695

০৮) Ms. Barnali Hasan,MD
Attending Physician, Long Island Jewish Norwell Hospital
Phone:9179301170

যদি উল্লেখিত নম্বরে যোগাযোগ করতে কোন প্রকার অসুবিধা হয় সেক্ষেত্রে জরুরী প্রয়োজনে কনস্যুলেট জেনারেলের সাথে হটলাইন নম্বরে (২৪/৭)যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

হটলাইন-১ : ৬৪৬-৬৪৫-৭২৪২,
হটলাইন- :  ৯২৯-৪২৪-২৭৫৮,
Email: contact@bdcgny.org;
Website and facebook page of the Consulate General of Bangladesh in New York can be visited.
সবাই সাহসের সাথে এই দূর্যোগ মোকাবেলা করুন, সজাগ থাকুন ও সুস্থ থাকুন।