জাতিসংঘ সাধারণ পরিষদে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন তথা বাংলাদেশের জন্য আজ এক বিশেষ দিন।  আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দের সাথে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেন। প্রতিবছরের ন্যায় এবারও মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দিয়েছেন। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রদত্ত ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক-নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী সামনের দিনগুলোতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন কাজ করতে বদ্ধ পরিকর।

আমি বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাবে। বিশ্বের বুকে আমরা আরও মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত হব।

-রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা