Permanent Representative of Bangladesh to the UN Ambassador Rabab Fatima Presented copies of Credentials to Peru

New York, 25 March 2021:

Rabab Fatima, Permanent Representative of Bangladesh to the United Nations in New York and the concurrently accredited Ambassador of Bangladesh to Peru with residence in New York presented her copies of credentials to the Foreign Minister of Peru, Allan Wagner Tizon at a virtual ceremony today.

Ambassador Fatima conveyed the greetings of the President and Prime Minister of Bangladesh to the Peruvian Government and people. She mentioned that her presentation of credentials coincides with the celebration of the 50th anniversary of Bangladesh’s independence.

She reiterated her commitment to work towards strengthening the ties of friendship and excellent relations between the two countries and peoples, at all fronts, bilateral as well as multilateral. She conveyed the best wishes of the government of Bangladesh for the continued progress and prosperity of Peru, especially during this challenging time brought by the Covid-19 pandemic.

The Ambassadors of 13 countries presented their copies of credentials to the Foreign Minister of Peru on the same day.

Due to the extraordinary situation posed by the COVID-19 pandemic, the Peruvian authority organized this virtual event, which concurrently accredits Ambassador Fatima as non-resident Ambassador of Bangladesh to Peru. The formal ceremony for presenting the credentials to the Peruvian President will be held at a suitable date later.

It may be mentioned here that that there are some Bangladeshi nationals in Peru. The Permanent Mission in New York extends necessary cooperation and support to them as required.

***

নিউইয়র্ক, ২৫ মার্চ ২০২১:

আজ দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। পেরুর পররাষ্ট্রমন্ত্রী অ্যালান ওয়াগনার তিজোন এর কাছে ভার্চুয়ালভাবে আয়োজিত এক অনুষ্ঠানে নিউইয়র্ক থেকে এ পরিচয় পত্র পেশ করেন তিনি।

পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে রাষ্ট্রদূত ফাতিমা পেরুর সরকার ও জনগণের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। তাঁর এ পরিচয়পত্র পেশ অনুষ্ঠান বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের ঐতিহাসিক ক্ষণে অনুষ্ঠিত হলো মর্মে উল্লেখ করেন তিনি।

দ্বি-পাক্ষিক ও বহুপাক্ষিকসহ সকল ক্ষেত্রে উভয় দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ চমৎকার সম্পর্ক জোরদারের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন রাষ্ট্রদূত ফাতিমা। পেরুর অগ্রগতি ও সমৃদ্ধি যাতে অব্যাহত থাকে এবং কোভিড-১৯ অতিমারির চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশটি যাতে আরও এগিয়ে যেতে পারে -বাংলাদেশ সরকারের এই শুভকামনা পেরুর পররাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেন তিনি।

একই দিনে ১৩ টি দেশের রাষ্ট্রদূত ভার্চুয়ালভাবে আয়োজিত এই অনুষ্ঠানে পরিচয় পেশ করেন।

কোভিড-১৯ অতিমারির কারণে পেরু সরকার রাষ্ট্রদূতগণের পরিচয়পত্র পেশের জন্য এই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রদূত ফাতিমা এখন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পেরুর অনাবাসী রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। পরবর্তী সুবিধাজনক কোনো সময়ে পেরুর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পেরুতে বসবাসরত বাংলাদেশী নাগরিকদেরকে নিউইয়র্ক থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান কওে থাকে।

***

News Links:

  1. Prothom Alo: পেরুতে অনাবাসী রাষ্ট্রদূত রাবাবের পরিচয়পত্র পেশ
  2. Bangladesh Pratidin: পেরুতে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে রাবাব ফাতিমার পরিচয়পত্র পেশ
  3. Bangla Press: পেরুতে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির পরিচয়পত্র পেশ
  4. The Bangladesh Beyond: পেরুতে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
  5. National Detective News : পেরুতে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
  6. Priyo.com: পেরুতে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে রাবাব ফাতিমার পরিচয়পত্র পেশ
  7. Probashbd News: পেরুতে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে রাবাব ফাতিমার পরিচয়পত্র পেশ
  8. Voicebd24.com: পেরুতে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি