Bangladesh stands ready to share its good practices in agriculture and food security with the countries in comparable situations – State Minister for Foreign Affairs Shahriar Alam MP at the Security Council

New York, 20 May 2022: 

 “Prime Minister Sheikh Hasina has joined the Global Champions Group on Global Crisis Response set up by the Secretary-General. We stand ready to share our good practices in the areas of agriculture and food security with countries in comparable situations,” said State Minister for Foreign Affairs Shahriar Alam MP yesterday (19th May 2022) at the UN Security Council. He was speaking at the Security Council Open Debate titled ‘Conflict and Food Security.’ He shared the achievements of Bangladesh in transforming the agriculture sector and achieve food self-sufficiency, which promoted rural development, empowerment of marginalized people, and protection of smallholder farmers.

Recalling the promises of the global community to implement the 2030 Agenda, he said that it is imperative to work together to ensure that everyone, everywhere has access to sufficient, safe, and nutritious food, leaving no one behind.

He underscored the importance of enhancing productivity and ensuring effective food storage and distribution systems. In this regard, he stressed the need for increased investments and targeted technology support from the developed countries.

The State Minister urged global solidarity to keep critical food delivery infrastructure out of harm’s way during conflicts.“We support the notion of the Security Council Resolution 2417to banstarving of civilians as a method of warfare,’ and to ensure unimpeded access of humanitarian actors during armed conflict”, he added.

The State Minister for Foreign Affairs called on the developed countries to fulfill climate commitments to create a more resilient agriculture and food system.

Today, the State Minister held a bilateral meeting with Mr. Abdullah Shahid, the President of the UN General Assembly. He thanked the President of the General Assembly for reposing his confidence on the Permanent Representative of Bangladesh to the UN, Ambassador Rabab Fatima for co-facilitating the Progress Declaration of the first ever International Migration Review Forum. He also held a bilateral meeting with Minister of Interior of Djibouti, H.E. Said Nouh Hassan. They discussed issues of mutual interest, including Bangladesh’s candidature for the Human Rights Council election for 2023-25

The State Minister is leading a high-level Bangladesh delegation to the International Migration Review Forum (IMRF).

***

নিউইয়র্ক, ২০ মে ২০২২:

 “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবের  ‘গ্লোবাল চ্যাম্পিয়নস গ্রুপ অন গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ –এ যোগ দিয়েছেন। আমরা কৃষি ও খাদ্য সুরক্ষার উত্তম চর্চাগুলো বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে ভাগ করে নিতে প্রস্তুত” –গতকাল (১৯মে ২০২২) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আয়োজিত ‘সংঘাত ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক এক উন্মুক্ত বিতর্কে একথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এম.পি.। তিনি কৃষি খাতে রূপান্তর এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশের অর্জনগুলি তুলে ধরে বলেন এরফলে গ্রামীণ উন্নয়ন, প্রান্তিক জনগণের ক্ষমতায়ন এবং ক্ষুদ্র কৃষকদের সুরক্ষা নিশ্চিত হয়েছে।

এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি বলেন, সর্বত্র  নিরাপদ, পর্যাপ্ত ও পুষ্টিকর খাবারের প্রবেশাধিকার নিশ্চিত করতে সকলের একসাথে কাজ করা অপরিহার্য, যাতে কেউ পিছনে পড়ে না থাকে।

তিনি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কার্যকর খাদ্য সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেন। এ ক্ষেত্রে তিনি উন্নত দেশগুলোর কাছ থেকে আরও বেশি বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তা প্রাপ্তির উপর গুরুত্বারোপ করেন।

যুদ্ধ ও সংঘাতপূর্ণ পরিস্থিতিতে যাতে গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহ অবকাঠামো ক্ষতির হাত থেকে রক্ষা পায় তা নিশ্চিত করতে বৈশ্বিক সংহতির আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “আমরা নিরাপত্তা পরিষদ রেজুলেশন ২৪১৭ -কে সমর্থন করি যাতে সশস্ত্র সংঘর্ষের সময় ‘যুদ্ধের পদ্ধতি হিসাবে বেসামরিক লোকদের অনাহারে থাকা’ নিষিদ্ধ করা হয়েছে এবং মানবিক কাজে নিয়োজিত সংস্থা ও কর্মীগণের নিরবচ্ছিন্ন প্রবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

প্রতিকুলতা মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে সক্ষম কৃষি ও খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আরো এগিয়ে আসার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিকে আজ প্রতিমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জনাব আবদুল্লাহ শাহীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রথম আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামের ‘অগ্রগতি ঘোষণা’ বিষয়টি চুড়ান্ত করার ক্ষেত্রে কো-ফ্যাসিলিটেটর হিসেবে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে নিয়োগ এবং তাঁর উপর আস্থা রাখার জন্য সাধারণ পরিষদ সভাপতিকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। তিনি জিবুতির অভ্যন্তরীণ মন্ত্রী নূহ হাসান এর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ বৈঠকে  ২০২৩-২৫ ​​মেয়াদের জন্য মানবাধিকার কাউন্সিল নির্বাচনে বাংলাদেশের প্রার্থীতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে (আইএমআরএফ) উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

***