BSMMU’s side-event on Bio-Banking at UNGA-77; Bio-Bank will open up new horizon of possibilities in Medical research in Bangladesh- said the discussants

New York, 27 September 2022:

 “An international standard Bio-Bank in Bangladesh is critically important and Bangladesh has the capacity to host it which will open up new horizon of possibilities in medical research”, said the world Bio-Banking leaders, today, at the scientific side-event titled –“Biobanking in low-middle income countries: Bangladesh -a case study for public health imperative” under UNGA-77. The largest teaching hospital in Bangladesh Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU) organized this side-event focusing the critical need of developing bio-banks in Bangladesh. The event took place at the Bangabandhu Auditorium at the Permanent Mission of Bangladesh to the United Nations where a large number of international audience including world leaders in Bio-Banking research participated. It was a hybrid event; participants join both in person and virtually.

In addition to building an international standard biobank, speakers emphasized on the importance of building research capacity so that local researchers can use the Bio-Bank in an appropriate manner to enhance local research to translate into practice. This initiative is an example as to know the academic scientific research in developing countries can be strengthened in accordance with the United Nations Sustainable Development Goals (SDGs) to ensure inclusive science at the global level.

According to medical scientists, various factors, including cellular and molecular heterogeneity within tumours, varying host immune responses, diet, environmental exposure, lifestyle, and patient demographics, influence the effectiveness of cancer drugs/biomarkers. Thus, the one-size-fits-all approach is obsolete, and there is a need to design strategies to develop effective drugs/biomarkers by applying principles of individualized cancer care. It is well known that racial disparities exist in drug/biomarker testing and clinical trial enrolment as most of the approved cancer drugs/biomarkers have been tested on Caucasian populations. The lack of reliable/trustworthy biomaterial with clinical data is one of the major reasons why many Asian countries are underrepresented in biomarker studies. So, for the development of translational research capacities in Bangladesh, developing a world class Bio-Bank is critical. Representatives of BSMMU highlighted their ability to host such facilities and demonstrate how this facility will help accelerate local translational research.

Among the Bio-Bank specialists, Professor Kurt Zaffoukal from Medical University of Graz, Austria; Dr. Rita Lawlor from University of Verona, Italy; Dr. Zisis Kozlakidis from International Agency for Research on Cancer, France; and Dr. Nahla Afifi, Director of Qatar Biobank spoke at the event.

Among others, the Permanent Representative of Bangladesh to the UN Ambassador Muhammad Abdul Muhith and Professor Md. Sharfuddin Ahmed, Vice-Chancellor of BSMMU delivered speeches.

The Irish-Bangladeshi cancer researcher Dr. Arman Rahman alongwith  Professor Laila Anjuman Banu and Professor Md. Sayedur Rahman of BSMMU worked closely in coordination the event.

The event was moderated by Dr. Arman Rahman.

***

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর, ২০২২:

“একটি আন্তর্জাতিক মানের বায়োব্যাংক বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ধারণ করারও সামর্থ্য রয়েছে বাংলাদেশের যা  চিকিসা গবেষণায় নতুন দিগন্ত উম্মোচন করবে”- আজ “নিম্ন ও মধ্যম আয়ের দেশে বায়োব্যাংকিং, বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি কেস স্ট্যাডি” শীর্ষক এক সাইড ইভেন্টে এসকল কথা বলেন আলোচকগণ। বাংলাদেশে বায়োব্যাংক প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের আওতায় এই বৈজ্ঞানিক সাইড-ইভেন্ট এর আয়োজন করে বাংলাদেশের সর্ববৃহস্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এই ইভেন্টে বিশ্বের বিভিন্ন দেশের বায়োব্যাংক বিশেষজ্ঞসহ বিপুল সংখ্যক আন্তর্জাতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এটি ছিল একটি হাইব্রিড ইভেন্ট যেখানে সরাসরি ও ভার্চুয়াল প্লাটফর্মে অংশগ্রহণকারীগণ যোগ দেন।

 একটি আন্তর্জাতিক মানের বায়োব্যাংক নির্মাণের পাশাপাশি, বক্তাগণ গবেষণার ক্ষমতা তৈরির গুরুত্বের উপরও জোর দেন যাতে স্থানীয় গবেষণাকে বাস্তবে কাজে লাগানোর জন্য গবেষকগণ বায়োব্যাংককে যথাযথভাবে ব্যবহার করতে পারেন। এই উদ্যোগটি উন্নয়নশীল দেশগুলিতে একাডেমিক-বৈজ্ঞানিক গবেষণাকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর আওতায় বৈশ্বিক পর্যায়ে অন্তর্ভূক্তিমূলক বিজ্ঞান নিশ্চিত করার একটি উদাহরণ।

চিকিসা বিজ্ঞানীদের মতে, টিউমারের মধ্যকার সেলুলার ও আণবিক ভিন্নতা, বিভিন্ন হোস্ট ইমিউন প্রতিক্রিয়া, খাদ্য, পরিবেশগত প্রভাব, জীবনধারা এবং রোগী জনমিতিসহ বিভিন্ন কারণ ক্যান্সারের ওষুধ বা বায়োমার্কার এর কার্যকারিতাকে প্রভাবিত করে। সুতরাং ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে সকলের জন্য একই পদ্ধতি বা সকলকে একই পাল্লায় বিবেচনা করার ধারণাটি আজ অপ্রচলিত। পৃথকভাবে ক্যান্সার-যত্নের নীতিগুলি প্রয়োগ করে কার্যকর ওষুধ/বায়োমার্কারসমূহ তৈরির কৌশল ডিজাইন করা অত্যন্ত প্রয়োজন। এটি সবার জানা যে ড্রাগ/বায়োমার্কার টেস্টিং এবং ক্লিনিক্যাল ট্রায়াল তালিকাভুক্তিতে জাতিগত ভিন্নতা বিদ্যমান কারণ বেশিরভাগ অনুমোদিত ক্যান্সারের ওষুধ/বায়োমার্কার বাস্তবতার কারণেই ককেশীয় জনগোষ্ঠীর উপর পরীক্ষা করা হয়েছে। ক্লিনিক্যাল ডেটাসহ নির্ভরযোগ্য/বিশ্বস্ত বায়োম্যাটেরিয়ালের অভাব একটি বড় কারণ যার ফলে অনেক এশিয়ান দেশগুলি বায়োমার্কার স্টাডিতে কম প্রতিনিধিত্ব করছে। সুতরাং,বাংলাদেশে অনুবাদমূলক গবেষণা বিকাশের জন্য একটি বিশ্বমানের বায়োব্যাংক তৈরি করা গুরুত্বপূর্ণ। বিএসএমএমইউ এর প্রতিনিধগণ বায়োব্যাংকের মতো বিষয়গুলো ধারণ করার জন্য তাদের সক্ষমতার কথা তুলে ধরেন। কীভাবে এই সুবিধা স্থানীয় অনুবাদমূলক গবেষণাকে ত্বরান্বিত করতে সহায়তা করবে তাও তুলে ধরেন তারা।

বায়োব্যাংক বিশেষজ্ঞদের মধ্যে অষ্ট্রিয়ার গ্রাজ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক কার্ট জাফউকাল; ইতালির ভেরোনা ইউনিভার্সিটি এর ড. রিটা ললোর; ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার, ফ্রান্স র ড. জিসিস কোজলাকিডিস; এবং কাতার বায়োব্যাংকের পরিচালক ড. নাহলা আফিফি ইভেন্টটিতে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত এবং বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক মোঃ শরফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ে নিবিড়ভাবে কাজ করেছেন আইরিশ-বাংলাদেশী ক্যান্সার গবেষক ড. আরমান রহমান, বিএসএমএমইউ এর অধ্যাপক লায়লা আঞ্জুমান বানু এবং অধ্যাপক মোঃ সায়েদুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন ড. আরমান রহমান।

***