Security Council adopts first-ever resolution on Myanmar situation: Ushers a new hope to resolve the Rohingya crisis

New York, 21 December 2022:

Today, the United Nations Security Council adopted its first-ever resolution on “situation in Myanmar” placing an important focus on the Rohingya crisis and its sustainable solution. Referring to the ongoing political unrest in Myanmar, continuous deterioration of its democratic institutions and arbitrary detention of political leaders, the resolution, among others, urges for ending violence and inclusive political dialogue. As the penholder of the Myanmar situation in the Security Council the United Kingdom tabled the resolution which was adopted by12 votes in favor. While no members of the Council voted against or used veto power to block its adoption, China, Russia and India abstained from voting.

In the context of multifaceted global challenges including Russia-Ukraine conflict, the resolution is a demonstration of the UN’s supreme body’s determination towards resolving the ongoing crisis in Myanmar. This resolution will further renew the attention of the global community towards the Rohingya crisis.

Since the exodus of Rohingyas in Bangladesh in 2017, Prime Minister Sheikh Hasina made the position of Bangladesh clear to the international community that they must return to their homeland in Myanmar from their temporary shelter in Bangladesh. It may be mentioned that Bangladesh is now hosting more than 1.2 million Rohingyas out of humanitarian consideration.

The resolution commends Bangladesh’s efforts for hosting and providing humanitarian support to the Rohingyas in Bangladesh. It also recognizes the implications of the current political situation in Myanmar on the voluntary, safe, dignified and sustainable return of Rohingya to Myanmar and on regional security. It underscores the need to address the root causes of the crisis in Rakhine State, and to create conditions necessary for the voluntary, safe, dignified and sustainable return of Rohingya refugees. The resolution also puts significant focus on ASEAN’s role in implementing its Five Point Consensus agreed in 2021. As an immediate action, the resolution requests the UN Secretary-General and his Special Envoy on Myanmar to submit a report, on the possible support from UN on the implementation of ASEAN’s Five Point Consensus, by 15 March 2023 to the Security Council. The adoption of the resolution will serve as a first step to the regular discussion of the Security Council on Myanmar. It will also strengthen Bangladesh’s ongoing efforts towards sustainable solution to the Rohingya crisis.

Bangladesh Permanent Mission in New York made significant contribution to the negotiations of the resolution. Ambassador and Permanent Representative of Bangladesh to the United Nations in New York, Muhammad Abdul Muhith held several bilateral meetings with the strategically important members of the Council and ensured that issues specific to Bangladesh’s interest were included in the resolution. This resolution bears the testimony of Bangladesh’s milestone success in multilateral efforts to resolve the Rohingya crisis.

***

নিউইয়র্ক, ২১ডিসেম্বর, ২০২২:

 আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবারের মত “মিয়ানমারের পরিস্থিতি” বিষয়ক একটি রেজুল্যুশন গৃহীত হয়। মিয়ানমারের বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতা, জরুরি অবস্থা, বন্দি মুক্তিসহ বিভিন্ন বিষয় তুলে ধরে রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়। রেজুল্যুশনটির উপর ভোট আহবান করা হলে তা ১২-০ ভোটে অনুমোদিত হয়।  ভোটাভুটি পর্বে এই প্রস্তাবনার বিপক্ষে কোন সদস্য ভোট অথবা ভেটো প্রদান করেনি । চীন, ভারত ও রাশিয়া ভোটদানে বিরত ছিল। ভোটদান শেষে সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, মেক্সিকো, গ্যাবন এবং নরওয়ে তাদের বক্তব্যে রেজুল্যুশনটিতে রোহিঙ্গা সংকটের বিষয়টি অন্তর্ভুক্তি করণের প্রশংসা করে এই সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের জোরালো ভূমিকার দাবি জানান। মার্কিন যুক্তরাষ্ট্র তার বক্তব্যে রেজুল্যুশনটি উত্থাপন করার জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জ্ঞাপন করে। বলা বাহুল্য, এই রেজুল্যুশনটি রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থানের প্রতি জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর অঙ্গটির শক্তিশালি সমর্থনেরই বহিঃপ্রকাশ। রাশিয়া-ইউক্রেন সংকটসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে গৃহীত রেজুল্যুশনটি রোহিঙ্গা সংকটের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আরো সুসংহত করতে সহায়ক হবে বলে আশা করা যায়।

মিয়ানমার কর্তৃপক্ষের অমানবিক নির্যাতনের স্বীকার হয়ে ২০১৭ সালে ৮ লক্ষাধিক রোহিঙ্গাসহ এ পর্যন্ত ১.২ মিলিয়নের অধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে তাদের অস্থায়ীভাবে বাংলাদেশে আশ্রয় প্রদান করেন এবং শুরু থেকেই তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রতাবসনের নিমিত্ত্ব বিশ্ব নেতৃবৃন্দের কাছে জোরালো দাবি উত্থাপন করে আসছেন। এই প্রস্তাবনা অনুমোদিত হওয়ার ফলে রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়টি নিরাপত্তা পরিষদের নিয়মিত কার্যকলাপের অংশ হয়ে গেল। একই সাথে এটি রোহিঙ্গা সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানে বাংলাদেশের এতদসংক্রান্ত অব্যাহত প্রচেষ্টাকে আরো শক্তিশালি ও ত্বরান্বিত করবে।

রেজুল্যুশনটিতে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়, নিরাপত্তা ও মানবিক সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করা হয়। পরিষদ রোহিঙ্গা সঙ্কটের মূল কারণগুলো চিহ্নিত করে তাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবসনের নিমিত্ত্ব অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমার কর্তৃপক্ষকে আহবান জানায়। মিয়ানমারের বর্তমান রাজনৈতিক অস্থিরতা যে রোহিঙ্গাদের তাদের নিজ বাসভূমি মিয়ানমারে প্রত্যাবসনের ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করবে এবং আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে, সে বিষয়টি দৃঢ়ভাবে তুলে ধরা হয়। এছাড়া, এ সমস্যার সমাধানে আসিয়ানের সদস্য রাষ্ট্রসমূহের ২০২১ সালে গৃহীত পাঁচ দফা ঐক্যমত্যের দ্রুত ও পূর্ণবাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয় এবং এর বাস্তবায়নে জাতিসংঘের কোন সহযোগিতার প্রয়োজন হবে কিনা সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব এবং মিয়ানমার বিষয়ক বিশেষ দূতকে আগামি ১৫ মার্চ ২০২৩ তারিখের মধ্যে নিরাপত্তা পরিষদে একটি প্রতিবেদন পেশ করার জন্য অনুরোধ করা হয়।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন রেজুল্যুশনটিতে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন সদস্য রাষ্ট্রের সাথে প্রয়োজনীয় দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে রেজুল্যুশনে অন্তর্ভুক্ত হয়, সে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, রেজুল্যুশনটির পেন হোল্ডার (মূল স্পন্সর) পরিষদের অন্যতম স্থায়ী সদস্য যুক্তরাজ্য। বিগত তিনমাস ধরে রেজুল্যুশনটির নেগোশিয়েশন শেষে আজ এটি নিরাপত্তা পরিষদে গৃহীত হয়। নিরাপত্তা পরিষদের ডিসেম্বর ২০২২ এর সভাপতি ভারত এবং তাদের সভাপতি থাকাকালীন সময়েই রেজুল্যুশনটি নিরাপত্তা পরিষদে গৃহীত  হল। এর ফলে রোহিঙ্গা সমস্যার সমাধানে বহুপাক্ষিক কূটনীতিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় সফল হল বাংলাদেশ।

***

Links:

1. Bangladesh Sangbad Sangstha (BSS): UNSC adopts first-ever resolution on “situation in Myanmar”

2. The Daily New Age: UNSC adopts first ever Myanmar resolution

3. The Daily Star: UN Security Council adopts first ever Myanmar resolution

4. The Daily Bangladesh: UNSC adopts first-ever resolution on “situation in Myanmar”

5. CNN: United Nations Security Council demands release of Myanmar’s Aung San Suu Kyi in historic resolution

6. the tbs news: UN Security Council adopts first-ever resolution on Myanmar; China, Russia and India abstain from voting

7. Indian Express: India, China, Russia abstain on first UNSC resolution on Myanmar in 74 years

8. The Independent: India, China and Russia abstain from UN resolution on Myanmar to release political prisoners

9. VOA News: UN Council Adopts Resolution Urging End to Myanmar Violence

10. abc news: UN council adopts resolution urging end to Myanmar violence

11. Bangladesh Sangbad Sangstha (BSS): প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদে ‘মিয়ানমার পরিস্থিতি’ নিয়ে প্রস্তাব পাস

12. Dainik Samakal: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবার প্রস্তাব পাস

13. Daily Ittefaq: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারবিষয়ক রেজুলেশন গৃহীত

14. Dainik Prothom Alo: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার নিয়ে প্রথমবার প্রস্তাব পাস

15. Dainik Kalerkantho: রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস, ভোট দিল না ৩ দেশ

16. Dainik Amader Shomoy: নিরাপত্তা পরিষদে প্রথমবার মিয়ানমার বিষয়ক রেজুলেশন গৃহীত

17. Daily Bangladesh Today: রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবার প্রস্তাব পাস

18. Daily Inqilab: নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো মিয়ানমার বিষয়ক রেজুল্যুশন গৃহীত

19. USA News: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মত মিয়ানমার বিষয়ক রেজুল্যুশন গৃহীত

20. RTV online: মিয়ানমারের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রেজুলেশন গৃহীত

21. Dainik Manob Kantho : মিয়ানমার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

22. Somoy News: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ক প্রস্তাব গ্রহণ