‘Smart Bangladesh’ aims to achieve technology-driven equal society for women and girls: State Minister Fazilatun Nessa Indira tells the CSW gathering at the UN

New York, 09 March 2023:

 “The Hon’ble Prime Minister Sheikh Hasina has recently launched a visionary campaign called ‘Smart Bangladesh’ which targets to bring equality in women’s participation in ICT to support the transition of Bangladesh to a developed country by 2041”-said Women and Children Affairs State Minister Fazilatun Nessa Indira M.P., while speaking at the general debate of the ongoing 67th Session of the Commission on the Status of Women (CSW) at the General Assembly Hall of the United Nations Headquarters.

Reiterating the commitment of Bangladesh to CEDAW and the Beijing Platform for Action, State Minister shared that under the visionary leadership of  Prime Minister Sheikh Hasina, the Government of Bangladesh has undertaken several signature initiatives to empower women,  such as the establishment of five thousands digital centers at the grassroot level; establishment of science and technology universities in major districts; technical and vocational institutes across the country; introduction of women-led agent network ‘SATHI’ to facilitate digital financial services for marginalized women; etc. These projects have helped Bangladesh to make remarkable progress towards economic and political empowerment of women. Prime Minister Sheikh Hasina had been accorded with Global Women’s Leadership Award, Planet 50-50 Champion and Agent of Change Award for her outstanding contribution to the empowerment of women in Bangladesh, she further added.

Underscoring the need to identify the key barriers to technological innovation and education to achieve gender equality and women empowerment, State Minister urged for enhanced capacity building and technology transfer to bridge gender digital divide.  She also called for greater international cooperation to ensure gender equality in the field of ICT.

Prior to the general debate, State Minister Fazilatun Nessa Indira  had a bilateral meeting with Rina Amiri, the US Special Envoy for Afghan Women, Girls, and Human Rights and attended a reception organized by the Permanent Mission of Saudi Arabia for the visiting OIC delegations to New York.

***

নিউ ইয়র্ক, ৯ মার্চ ২০২৩:

“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ‘স্মার্ট বাংলাদেশ’ নামে একটি দূরদর্শী অভিযাত্রা শুরু করেছেন। এই অভিযান তথ্য-প্রযুক্তি খাতে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে”। আজ নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের ৬৭তম চলমান অধিবেশনের সাধারণ বিতর্কে এমন মন্তব্য করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এম.পি.।

সিডো (CEDAW) এবং বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন-এর প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর ঐন্দ্রজালিক নেতৃত্বে বাংলাদেশ সরকার নারীর ক্ষমতায়নের জন্য বেশ কয়েকটি অত্যন্ত কার্যকর প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছে। তন্মধ্যে দেশের তৃণমূল পর্যায়ে গ্রামীণ নারী উদ্যোক্তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রায় পাঁচ হাজার ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা; দেশের অধিকাংশ জেলাগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা; প্রান্তিক নারীদের ডিজিটাল আর্থিক সেবার জন্য নারী নেতৃত্বাধীন এজেন্ট নেটওয়ার্ক ‘সাথী’ প্রবর্তনসহ অন্যান্য বেশকিছু তথ্য-প্রযুক্তি নির্ভর প্রকল্পের কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি আরো উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য গ্লোবাল উইমেনস লিডারশিপ, প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

বক্তব্যে নারীর ক্ষমতায়নের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রযুক্তিগত শিক্ষা গ্রহণের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর জোর প্রদান করেন প্রতিমন্ত্রী। তাছাড়া, তথ্য-প্রযুক্তি খাতে লিঙ্গ সমতা নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা আরো জোরদার করার আহ্বান জানান প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ।

প্রতিমন্ত্রী সাধারণ বিতর্কের আগে আফগান নারী এবং মানবাধিকার বিষয়ক মার্কিন বিশেষ দূত রিনা আমিরির (Rina Amiri) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং নিউইয়র্কে সফররত প্রতিনিধিদের জন্য সৌদি আরবের স্থায়ী মিশন কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান করেন।

***