Bangladesh’ Position on Israel’s Twitter

The attention of the Ministry of Foreign Affairs has recently been drawn to a twitter issued from the Ministry of Foreign Affairs of Israel welcoming removal of ban on travel to Israel on E-passports being issued by Bangladesh. The confusion appears to have emanated from the new booklets of E-passports which does not contain the observation “all countries excepting Israel”.

The removal of the observation has been done to maintain international standard of Bangladeshi e-passports and does not imply any change of Bangladesh’s foreign policy towards the Middle East. The ban on travel of Bangladeshi passport holders to Israel remains unchanged. The Government of Bangladesh has not deviated from its position on Israel and Bangladesh remains firm on its longstanding position in this regard.

The Government of Bangladesh has condemned the recent atrocities inflicted upon the civilians by the occupation forces of Israel in al-Aqsa mosque compound and at Gaza.  Bangladesh reiterates its principled position concerning the two-State Solution of the Palestine-Israel conflict in light of the UN resolutions recognizing pre-1967 borders and East Jerusalem as the capital of the State of Palestine.

বাংলাদেশ সরকার ইস্যু করা ই-পাসপোর্টে ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা অপসারণ করা হয়েছে মর্মে উল্লেখ করে এটিকে স্বাগত জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ইস্যুকৃত একটি টুইট বার্তার প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এই বিভ্রান্তি তৈরি হয়েছে ই-পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত সকল দেশ” -পর্যবেক্ষণটি ধারণ না করার কারণে।

উল্লেখ্য ই-পাসপোর্টে আন্তর্জাতিক মান বজায় রাখতে উক্ত পর্যবেক্ষণটি অপসারণ করা হয়েছে মাত্র; কিন্তু এতে মধ্যপ্রাচ্য বিষয়ক বাংলাদেশের পররাষ্ট্র নীতির কোনো ধরণের পরিবর্তন হয়নি। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে যে নিষেধাজ্ঞা ছিল তা অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ সরকার ইসরায়েল বিষয়ে তার অবস্থান থেকে বিচ্যুত হয়নি এবং বাংলাদেশ এক্ষেত্রে তার সুদীর্ঘকালীন অবস্থানে সুদৃঢ় রয়েছে।

আল-আকসা মসজিদ চত্বরে এবং গাজায় অসামরিক নাগরিকদের প্রতি ইসরায়েলী দখলদার বাহিনীর সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জ্ঞাপন করেছে। ১৯৬৭ সালের পূর্বের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসাবে স্বীকৃত দিয়ে জাতিসংঘের প্রস্তাবের আলোকে দ্বি-রাষ্ট্র কাঠামোর মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিনী সমস্যার সমাধানে বাংলাদেশ তার সুদৃঢ় অবস্থানের পুনরাবৃত্তি করছে।