Ambassador Rabab Fatima urges the global community to ensure universal access to COVID-19 vaccines to recover better and to achieve the 2030 agenda

New York, 06 October 2021:

Portraying the grim scenario created by the COVID-19 pandemic, Ambassador Fatima urged all stakeholders to ensure universal and affordable access to vaccines for all to ensure an equitable and sustainable recovery. Echoing the comments made by Prime Minister Hasina in the General Debate of the 76th session of the United Nations General Assembly, Ambassador Fatima added that by sharing the vaccine technology with the capable developing countries vaccine production and distribution capacity can be scaled up by a huge margin and thus can ensure vaccine equity. Ambassador Fatima made these comments while addressing the General Debate of the Second Committee of the 76th Session of the United Nations General Assembly at the General Assembly Hall on 06 October 2021.

The Second Committee adopted the theme, “Crisis, Resilience and Recovery- Accelerating Progress towards the 2030 Agenda” for its debate this year against the backdrop of the double jeopardy of COVID-19 pandemic and global climate change. The theme aims to promote bold and ambitious global roadmap for sustainable and resilient recovery from the pandemic and for the achievement of 2030 agenda in a timely manner.

Mentioning the recent initiatives taken by the global community for tackling the challenges posed by climate change, Ambassador Fatima emphasized on building up on the momentum to achieve bold and ambitious outcomes during the upcoming Climate and Biodiversity COPs. She added that as the President of the 48-member Climate vulnerable Forum, Bangladesh is willing to cooperate for limiting global temperature rise, enhancing climate finance, facilitating technology transfer, and the up-scaling of  the adaptation measures.

 Underscoring the importance of external financing she requested the development partners to play their part in revitalizing export earnings, remittances, ODA, and private financing in the developing countries. Highlighting the role of remittances, Ambassador Fatima urged everyone to integrate migrant workers in the job-rich recovery efforts.

Ambassador Fatima further highlighted the role of digital technologies in the areas of education, health, job creation, and climate actions and requested all stakeholders to work collectively for the eradication of digital divide. Referring to the graduation process of Bangladesh, she called for bold and ambitious Programme of Action for the LDCs and the newly graduated countries.

Ambassador Fatima mentioned the important role the women play in the socio-economic development in Bangladesh and emphasized that they must be placed at the front of COVID-19 response and recovery efforts.

The Second Committee of the General Assembly is mandated to address the global economic and financial issues through deliberation among the UN Member States.

***

নিউইয়র্ক, ০৬ অক্টোবর ২০২১:

কোভিড-১৯ সৃষ্ট ভয়াবহ দৃশ্যপট তুলে ধরে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ফাতিমা কোভিড ভ্যাক্সিন লাভে সার্বজনীন ও সাশ্রয়ী অধিকার নিশ্চিত করতে অংশীজনদের প্রতি আহ্বান জানান যাতে সকলেই কোভিড সঙ্কট থেকে টেকসই ও ন্যায়সঙ্গত পুনরুদ্ধারের সুযোগ পায়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বক্তব্য অনুসরণে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, ভ্যাকসিন উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোর সাথে প্রযুক্তি ভাগ করে নিলে উৎপাদন ও বিতরণ পর্যায়ে বিশাল সক্ষমতা সৃষ্টি হবে যা ভ্যাকসিন সমতা নিশ্চিত করতে পারবে। আজ জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির সাধারণ বিতর্কে প্রদত্ত বক্তব্যে এসকল কথা বলেন রাষ্ট্রদূত ফাতিমা।

সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটি কোভিড-১৯ অতিমারি এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন জনিত দ্বৈত সঙ্কটকালে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “সঙ্কট, প্রতিকূলতা মোকবিলায় সক্ষমতা এবং পুনরুদ্ধার -এজেন্ডা ২০৩০ এর অগ্রগতি ত্বরান্বিত করা”। প্রতিপাদ্যের লক্ষ্য অতিমারি থেকে টেকসই ও সক্ষমতাপূর্ণ পুনরুদ্ধারের জন্য সাহসী এবং উচ্চভিলাসী বৈশ্বিক রোডম্যাপকে এগিয়ে নেওয়া এবং যথাসময়ে এজেন্ডা ২০৩০ অর্জন করা।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্ব সম্প্রদায় গৃহীত সাম্প্রতিক পদক্ষেপসমূহের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, আসন্ন জলবায়ূ ও জীববৈচিত্র বিষয়ক রাষ্ট্র সম্মেলনে যাতে সাহসী ও উচ্চভিলাসী ফলাফল অর্জিত হতে পারে সে বিষয়ে আরও গুরুত্ব দিয়ে কাজ করা দরকার। তিনি আরও বলেন, ৪৮টি দেশের সমন্বয়ে গঠিত ক্লাইমেট ভারনারেবল ফোরাম -এর সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস, জলবায়ু-অর্থায়ন বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর সহজতর করা এবং অভিযোজন পদক্ষেপসমূহের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী।

দেশের বাইরে থেকে আসা অর্থায়নের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত ফাতিমা রপ্তানি আয়, রেমিটেন্স, ওডিএ এবং উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি অর্থায়ন পুনরুজ্জীবিত করতে উন্নয়ন অংশীদারদের যে ভূমিকা রয়েছে তা পালনের প্রতি অনুরোধ জানান। রেমিটেন্সের গুরুত্ব তুলে ধরে তিনি পুনরুদ্ধার প্রচেষ্টায় চাকুরি পুন:প্রাপ্তিতে অভিবাসী কর্মীদেরকে অন্তর্ভূক্ত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ভূমিকার কথা তুলে ধরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডিজিটাল বৈষম্য দূর কল্পে সকল অংশীজনদের একযোগে কাজ করার আহ্বান জানান। এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়ার উদাহরণ টেনে তিনি এলডিসিসহ সদ্য উত্তরিত দেশগুলোর জন্য সাহসী ও উচ্চভিলাসী কর্মসূচি গ্রহণেরও আহ্বান জানান।

বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে নারীদের তাৎপর্যপূর্ণ অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, কোভিড-১৯ মোকাবিলা ও উত্তরণ প্রচেষ্টায় অবশ্যই নারীদেরকে সম্মুখসারিতে স্থান দিতে হবে।

উল্লেখ্য বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক বিষযাবলী নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটি কাজ করে থাকে।

***