Addressing root causes of conflicts is critical for breaking the cycle of recurring violence –Ambassador Rabab Fatima

New York, 09 November 2021:     

  “Addressing root causes of conflicts is critical for breaking the cycle of recurring violence” said Ambassador Rabab Fatima, Permanent Representative of Bangladesh to the United Nations at the Security Council High-Level Open Debate on “Maintaining international peace and security: exclusion, inequality and conflict” today. The open debate was convened by the delegation of Mexico, the current President of the Security Council to deliberate on the possible role of Security Council in addressing inequalities, exclusion and conflict. The President of Mexico chaired the open debate.

At the meeting Bangladesh Ambassador underscored that the underlying factors of conflict may vary across economic, political, and cultural spectrums. As such, “there must be a whole of UN approach for encouraging a nationally driven and multi stakeholder solution towards durable peace”, she added.

The Ambassador stated that the Security Council has a critical role to play in mitigating inequalities and exclusion when they lead to international or regional conflicts. Referring to the Rohingya crisis, she added that ‘social and political exclusion of Rohingya minorities in Myanmar has blown into a crisis with serious humanitarian and security ramifications for the region.’

In the context of maintaining international peace, Ambassador Fatima said that the UN peace operations and special political missions can bring great strength to preventive diplomacy because they have first-hand information from the field, which can strengthen early warning systems against impending crisis. Bangladesh’s PR recommended that the Council should invest more in implementing the WPS and YPS agendas in order to ensure inclusion.

Ambassador Fatima emphasized on upholding rule of law at the global level and in this regard recognized the role of International Court of Justice, and other international legal bodies and tribunals. “It is imperative that the Council demonstrates its firm commitment in upholding the sanctity of ICJ and other legal bodies” she further added.

***

নিউইয়র্ক, ০৯ নভেম্বর ২০২১:

“সহিংসতার দুষ্টু চক্র ভাঙ্গতে মূল কারণগুলি খুজে বের করা অত্যন্ত জরুরি” -আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে “আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা: বর্জন, অসমতা ও সংঘাত” শীর্ষক উচ্চ পর্যায়ের উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি মেক্সিকো এই উন্মুক্ত বিতর্কটির আয়োজন করে যাতে অসমতা, বর্জন ও সংঘাত মোকাবিলায় নিরাপত্তা পরিষদের সম্ভাব্য ভূমিকার বিষয়ে আলোকপাত করা হয়। এতে সভাপতিত্ব করেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

উন্মুক্ত এ আলোচনায় প্রদত্ত বক্তব্যে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় সহিংসতার অন্তর্নিহিত কারণগুলি পরিবর্তিত হয়। তিনি আরও বলেন, টেকসই শান্তির জন্য বহু অংশীজনদের নিয়ে জাতীয়ভাবে পরিচালিত সমাধান কাঠামো বিনির্মাণের জন্য জাতিসংঘের অবশ্যই পূর্নাঙ্গ পদক্ষেপ থাকতে হবে।

বৈষম্য ও বর্জনের কারণে যখন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংঘাতের সৃষ্টি হয় তখন তা প্রশমনে নিরাপত্তা পরিষদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মর্মে উল্লেখ করেন রাষ্ট্রদূত ফাতিমা। এক্ষেত্রে তিনি রোহিঙ্গা সঙ্কটের উদাহরণ টেনে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বর্জনের কারণে যে সঙ্কট তৈরি হয়েছে তা এই অঞ্চলকে গুরুতর মানবিক ও নিরাপত্তা বিপর্যয়ের মধ্যে নিপতিত করেছে।

আন্তর্জাতিক শান্তি বজায় রাখার ইস্যুতে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম ও বিশেষ রাজনৈতিক মিশনসমূহ প্রতিরোধমূলক কূটনীতিতে দূর্দান্ত অবদান রাখতে পারে কারণ তাদের কাছে রয়েছে সরাসরি মাঠ পর্যায়ের তথ্য, যা আসন্ন কোনো সঙ্কট মোকাবিলায় পূর্ব সতর্কতা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। অন্তর্ভূক্তি নিশ্চিত করতে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এবং ‘যুব, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা দুটিতে নিরাপত্তা পরিষদকে আরও বিনিয়োগ করতে পরামর্শ দেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

রাষ্ট্রদূত ফাতিমা বৈশ্বিকভাবে আইনের শাসন সমুন্নত রাখার উপর জোর দেন এবং এক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালত ও অন্যান্য আন্তর্জাতিক আইনী সংস্থা ও ট্রাইবুন্যালের ভূমিকার কাজের স্বীকৃতি দেন। আন্তর্জাতিক বিচার আদালতসহ অন্যান্য আইনী সংস্থার কর্তৃত্ব বজায় রাখতে নিরাপত্তা পরিষদ সর্বদাই সুদৃঢ় প্রতিশ্রুতি প্রতিপালন করবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

***