UN adopts Rohingya resolution by consensus.

New York, 17 November 2021:     

“The adoption of the Rohingya resolution, for the first time by consensus, demonstrates the international community’s strong resolve to end this crisis”, said Ambassador Rabab Fatima, Permanent Representative of Bangladesh to the United Nations during the adoption of the Resolution on ‘The situation of human rights of Rohingya Muslims and other minorities in Myanmar’ today. The resolution was jointly tabled by the member states of the Organization of Islamic Cooperation (OIC) and the European Union (EU).

In the resolution, the member states commended Bangladesh for its generosity in hosting the Rohingyas, and for providing humanitarian assistance to them and also for including them in the national COVID-19 vaccination drive. The resolution also recognized the government’s efforts and investments in building the facilities in Bhashan char for relocation of a portion of the Rohingya from the congested camps, and in this regard, also welcomed the MoU signed by Bangladesh with UNHCR.

The primary focus of the resolution was the human rights situation of the Rohingya Muslims and other minorities in Myanmar, including in the context of the declaration of state of emergency on 01 February 2021. It called upon Myanmar to address the root causes of the Rohingya crisis, fulfill its obligations under the bilateral agreements with Bangladesh, and cooperate fully with the Special Envoy of the Secretary General on Myanmar and all the human rights mechanisms of the UN, among others. The resolution also maintained its strong focus on the ongoing justice and accountability processes.

The resolution also welcomed the appointment of the new Special Envoy of the Secretary General on Myanmar and requested for a work plan for her engagements in Myanmar. It also called for renewal and effective implementation of the MoU between Myanmar and UNHCR and UNDP in an effort to create conducive environment in the Rakhine State of Myanmar.

“The Prime Minister of Bangladesh, Her Excellency Sheikh Hasina opened the borders in 2017 for the Rohingyas out of humanitarian consideration.  Regrettably Myanmar’s failure create conditions conducive for the voluntary, safe and sustainable return of the Rohingyas, has created a protracted situation in Bangladesh” said Ambassador Fatima in her statement. She highlighted the growing desperation of the Rohingyas with no progress in repatriation that led to several security concerns and cause of instability for the entire region. “This resolution should now serve as an impetus for real actions in achieving a durable solution to the protracted Rohingya crisis through their safe and dignified return to their homeland in Myanmar”, she added.

A total of 107 countries co-sponsored the resolution, the highest since 2017. Apart from the member states of EU & OIC, the resolution received significant cross-regional support, with co-sponsorship from USA, Canada, Mexico, Argentina, Australia, New Zealand, Switzerland, Japan, Republic of Korea, among others.

“The adoption of the resolution today with a strong mandate will bring hope to the Rohingyas that they have not been forgotten”, said Ambassador Fatima.

***

নিউইয়র্ক, ১৭ নভেম্বর ২০২১:

“জাতিসংঘে এবারই প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে গৃহীত হলো রোহিঙ্গা রেজুলেশন, যা এই সঙ্কটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন” -আজ জাতিসংঘে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজুলেশনটি গ্রহণকালে প্রদত্ত বক্তৃতায় একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপিও ইউনিয়ন।

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান এবং জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচিতে তাদেরকে অন্তর্ভূক্ত করার মাধ্যমে বাংলাদেশ যে উদারতা ও মানবিকতা প্রদর্শন করেছে, রেজুলেশনটিতে তার ভূয়সী প্রশংসা করা হয়। কক্সবাজারের অত্যন্ত জনাকীর্ণ আশ্রয় ক্যাম্প থেকে রোহিঙ্গাদের একটি অংশকে ভাষানচরে স্থানান্তর এবং এ লক্ষ্যে এখানে অবকাঠামোসহ অন্যান্য সুযোগ-সুবিধা তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে প্রচেষ্টা ও বিনিয়োগ করেছে তারও স্বীকৃতি দেওয়া হয় রেজুলেশনটিতে। এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘ মানবাধিকার কমিশনের মধ্যকার সমঝোতা চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানানো হয়।

রেজুলেশনটিতে প্রাথমিকভাবে দৃষ্টি দেওয়া হয়েছে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি এবং পহেলা ফেব্রুয়ারি ২০২১-এ জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট এর মতো বিষয়গুলোর প্রতি। রোহিঙ্গা সমস্যার মূল কারণ খুঁজে বের করা, বাংলাদেশের সাথে স্বাক্ষরিত দ্বি-পাক্ষিক চুক্তির বাধ্যবাধকতাগুলো পূরণ করা, এবং মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতসহ জাতিসংঘের সকল মানবাধিকার ব্যবস্থাপনাকে পূর্ণ সহযোগিতা প্রদান করতে এবারের রেজুলেশনে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে।  চলমান বিচার ও দায়বদ্ধতা নিরুপন প্রক্রিয়ার উপর রেজুলেশনটিতে সজাগ দৃষ্টি বজায় রাখার কথা বলা হয়েছে।

এতে মিয়ানমারে নবনিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতকে স্বাগত জানানো হয়েছে এবং মিয়ানমারকে সম্পৃক্ত করে তাঁর জন্য একটি কর্মপরিকল্পনা নির্ধারণের কথাও বলা হয়েছে। রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে মিয়ানমার, ইউএনএইচসিআর এবং ইউএনডিপি এর মধ্যে স্বাক্ষরিত ত্রি-পাক্ষিক সমঝোতা স্মারকটি নবায়ন ও এর কার্যকর বাস্তবায়ন করার কথা উল্লেখ করা হয়েছে রেজুলেশনটিতে।

রাষ্ট্রদূত ফাতিমা বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বিবেচনায় ২০১৭ সালে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, রোহিঙ্গাদের স্বপ্রণোদিত, নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমার ব্যর্থ হওয়ায় বাংলাদেশে দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হয়েছে”। প্রত্যাবাসনের কোনো অগ্রগতি না হওয়ায় রোহিঙ্গাদের হতাশা ক্রমশ: তীব্র হচ্ছে যা এ অঞ্চলে নানা ধরণের নিরাপত্তাজনিত উদ্বেগ ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে মর্মে উল্লেখ করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। রাষ্ট্রদূত ফাতিমা আরও বলেন, “আশা করা যায় এবারের রেজুলেশনটি নিজভূমি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের প্রেরণা হিসেবে কাজ করবে যা দীর্ঘস্থায়ী এই সমস্যার টেকসই সমাধানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে”।

এবারের রেজুলেশনটিতে ১০৭টি দেশ সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করেছে যে সংখ্যা ২০১৭ সাল থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। ইউরোপিও ইউনিয়ন এবং ওআইসি ছাড়াও রেজুলেশনটিতে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক দেশ সমর্থন যুগিয়েছে এবং সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করে।

সর্বসম্মতিক্রমে গৃহীত এবারের রোহিঙ্গা রেজুলেশনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, “একটি শক্তিশালী ম্যান্ডেট নিয়ে এবারের রেজুলেশন গৃহীত হলো যা রোহিঙ্গাদের মনে নতুন আশার সঞ্চার করবে যে জন্য তারা পথ চেয়ে বসে আছে”।

***

News Links:

  1. Daily Star: UN adopts resolution on Rohingyas’ human rights in Myanmar
  2. Daily New Age: UN resolution asks Myanmar to execute deal over Rohingya issues
  3. Daily Observer: UN resolution on Rohingyas carries political value: Momen
  4. The Daily New Nation: UN resolution on Rohingyas a pressure on Myanmar: FM
  5. UNB: UN resolution on Rohingyas a pressure on Myanmar: FM
  6. The Business Standard: UN resolution on Rohingyas asks Myanmar to address crisis
  7. IBC World News: United Nations adopts Rohingya resolution by consensus
  8. DBC News: UN adopts Rohingya resolution by consensus
  9. Kaler Kantho: প্রথমবারের মতো জাতিসংঘে সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজল্যুশন গৃহীত
  10. Daily Prothom Alo: জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাস
  11. Daily Ittefaq: জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত
  12. Daily Janakantha: প্রথমবারের মতো জাতিসংঘে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত
  13. Daily Samakal: জাতিসংঘে রোহিঙ্গা সঙ্কট সমাধানে প্রথম সর্বসম্মত রেজুলেশন
  14. Bangladesh Pratidin: রোহিঙ্গা সংক্রান্ত জাতিসংঘ প্রস্তাব রাজনৈতিক গুরুত্ব বহন করে : পররাষ্ট্রমন্ত্রী
  15. BSS News: জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মত প্রস্তাব গৃহীত
  16. Daily Star (Bangla): সর্বসম্মতিক্রমে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
  17. Bangladesh Today: জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত
  18. USA News online: জাতিসংঘে এবারই প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত
  19. Channel i Online.com: রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মতো জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব গৃহীত
  20. NTVBD.com: জাতিসংঘে ওআইসি ও ইইউ উত্থাপিত ‘রোহিঙ্গা রেজল্যুশন’ সর্বসম্মতিক্রমে গৃহীত
  21. M Priyo.com: জাতিসংঘে সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজল্যুশন গৃহীত
  22. Business Insiderbd.com: জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব গৃহীত
  23. Bangla News24.com: জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গা রেজুলেশন গৃহীত
  24. TBS News: জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত
  25. Dhaka Times24.com: রোহিঙ্গা সংকট সমাধানে প্রথমবারের মতো জাতিসংঘে রেজুলেশন গৃহীত