UN Secretary-General looks forward to more support from Bangladesh in UN peacekeeping

New York, 01 March, 2022:

The Secretary General (SG) of the United Nations Mr. Antonio Guterres praised highly the role of Bangladeshi peacekeepers in the UN Missions and hoped that Bangladesh would continue to provide more troops to fulfill UN’s future needs in this regard. The SG said this while meeting the Foreign Minister at the UN headquarters today’s (1st March, 2022) afternoon.

They discussed on Rohingya crisis and its possible way out. Bangladesh’s Foreign Minister briefed the SG about the current situation of the forcibly displaced Myanmar nationals and sought UN’s help to repatriate all Rohingyas to Myanmar. The Secretary General highly appreciated Bangladesh’s generosity for sheltering 1.1 millions Rohingyas and reiterated UN’s support for returning the forcibly displaced Rohingyas to their homeland in Myanmar.

The SG also applauded Bangladesh’s extraordinary socio-economic development under the visionary leadership of the Prime Minister Sheikh Hasina and hoped that Bangladesh would continue to achieve more successes in the coming years, particularity in attaining the SDGs.

Foreign Minister also requested SG to appoint more Bangladeshi nationals at the high-level position of the UN peace operations, and also in the position of SRSG (Special Representative of Secretary General) in various UN political Mission across the world.

Bangladesh’s Foreign Minister thanked SG for meeting him despite his busy schedule due to current Ukraine crisis.

Earlier, the Foreign Minister held a meeting with Dr. Noeleen Heyzer, the newly appointed Special Envoy of the Secretary General on Myanmar, who is currently visiting New York.

During the meeting, Foreign Minister requested the SESG to engage with all stakeholders including the regional countries to find a durable solution to the Rohingya crisis, particularly by creating a conducive environment in Rakhine state so that the Rohingyas can return to their homes in safety, security and dignity. He briefed the Special Envoy on the steps taken by the Bangladesh government to prevent spread of COVID in Rohingya camps, to provide Myanmar-curriculum-based education to Rohingya children in the camps, among others. He also referred to the new accommodation facility in Bhashan char for 100,000 Rohingya and informed the SESG that the Rohingya relocated there will have the opportunity to engage in livelihood activities. Foreign Minister stated that, in the absence of any hope for return to their homeland, the Rohingyas increasingly have been getting involved in illicit and criminal activities. He invited Ms Heyzer to visit Cox’s Bazar camps and Bhashan char at her earliest convenience.

The Special Envoy expressed her deepest gratitude to Prime Minister Sheikh Hasina for providing shelter to the Rohingya when they fled Myanmar in 2017 and commended her for her compassion and leadership. She assured that the Rohingya issue will remain high on her agenda and she would remain deeply engaged with all relevant stakeholders – the regional countries and other international actors, Rohingya leaders and the authorities in Myanmar to find a sustainable solution to this crisis as soon as possible.

The Charge d’ Affaires, of the Permanent Mission of Bangladesh to the UN, Mr Md. Monwar Hossain, PhD was present during the meetings.

***

নিউইয়র্ক,  ০১ মার্চ ২০২২:

জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ চাহিদা পূরণে বাংলাদেশ আরও অধিকহারে শান্তিরক্ষী সরবরাহ অব্যাহত রাখবে মর্মে প্রত্যাশার কথা জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ (১লা মার্চ, ২০২২) বিকেলে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এর সঙ্গে সাক্ষাৎকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এসময় মহাসচিব শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

তাঁরা রোহিঙ্গা সংকট ও এর সম্ভাব্য উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের এ সকল নাগরিকদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন এবং সকল রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে জাতিসংঘের সহায়তা কামনা করেন। জনাব গুতেরেজ ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণ ও সরকার যে উদারতার পরিচয় দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে জাতিসংঘের পূর্ণসমর্থনের কথা আবারও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অসামান্য আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন গুতেরেজ। তিনি আশা প্রকাশ করেন, সামনের বছরগুলোতে বিশেষ করে এসডিজি অর্জনের ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে বাংলাদেশ।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উচ্চ পর্যায়ের পদে এবং বিশ্বব্যাপী জাতিসংঘের বিভিন্ন রাজনৈতিক মিশনে মহাসচিবের বিশেষ প্রতিনিধি (এসআরএসজি) পদে আরও বেশি বাংলাদেশি নাগরিক নিয়োগের জন্য মহাসচিব গুতেরেজকে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

ইউক্রেন সংকটজনিত কারণে ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও এ বৈঠকের সুযোগ দেওয়ার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে নিউইয়র্কে সফররত মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের নবনিযুক্ত বিশেষ দূত ড. নোলিন হাইজারের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে, পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে আঞ্চলিক দেশগুলিসহ সকল অংশীজনদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করার জন্য বিশেষ দূতকে অনুরোধ জানান। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইন রাজ্যে এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে যাতে রোহিঙ্গারা নিরাপদে, নিরাপত্তার সাথে এবং মর্যাদাপূর্ণভাবে তাদের নিজভূমিতে ফিরে যেতে পারে। রোহিঙ্গা ক্যাম্পে কোভিড-এর বিস্তার রোধ এবং রোহিঙ্গা শিশুদের মিয়ানমারের কারিকুলাম-ভিত্তিক শিক্ষা প্রদান বিষয়ে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপসমূহের কথা বিশেষদূতকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।

ভাষান চরে একলক্ষ রোহিঙ্গাদের জন্য নতুন আবাসন তৈরির কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে স্থানান্তরিত রোহিঙ্গারা জীবিকা নির্বাহের কাজে নিয়োজিত হওয়ার সুযোগ পাবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বদেশে ফেরার তেমন কোনো আশা নেই দেখে রোহিঙ্গারা ক্রমশ: অবৈধ ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। তিনি মিস হেইজারকে যতটা দ্রুত সম্ভব কক্সবাজার ক্যাম্প ও ভাষান চর পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বিশেষ দূত মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সহানুভূতি ও নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ দূত বলেন, রোহিঙ্গা ইস্যুটি তাঁর সর্বোচ্চ এজেন্ডা এবং যত দ্রুত সম্ভব এই সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার জন্য তিনি আঞ্চলিক দেশসমূহ, আন্তর্জাতিক সংস্থা, রোহিঙ্গা নেতা এবং মিয়ানমারের কর্তৃপক্ষসহ সকল অংশীজনদের সাথে নিবিড়ভাবে জড়িত থাকবেন।

উভয় বৈঠকে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মোঃ মনোয়ার হোসেন।

 ***