“We need sincere commitments and urgent actions to reduce emissions and ensure gender-equal sustainable world” – State Minister Fazilatun Nessa Indira MP

New York, 22 March 2022:     

Bangladesh State Minister for Women and Children Affairs calls for sincere commitments and urgent actions to fight climate change and ensure a gender-equal sustainable world. She was delivering country statement at the 66th Session of the Commission on the Status of Women (CSW) held at the UN headquarters in New York (14-25 March 2022).

The theme of this year’s CSW-66 general debate is ‘Achieving gender equality and the empowerment of all women and girls in the context of climate change, environmental and disaster risk reduction policies and programmes.’The State-Minister led a 5-member delegation with the representatives from Ministry of Women & Children Affairs, Ministry of Disaster Management and Relief and the Ministry of Environment, Forest and Climate Change to the session.

The State-Minister paid tribute to the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman for ensuring women’s equal rights in our constitution. She shed lights on the climate vulnerability and disaster risks in Bangladesh and highlighted its disproportionate impacts on women and girls. She stated that Bangladesh ranks 7th in the global climate Risk Index 2021, although our contribution to global emissions is less than 0.47%.

“In COP-26 Prime Minister Sheikh Hasina, as leader of the 55-member climate vulnerable forum stressed on ensuring financing for survival of the most vulnerable countries from adverse impacts of climate change, where women are the worst victims” She added.

In her statement, the State-Minister enumerated various government policies, laws, and actions aimed at ensuring gender-responsive climate action, adaptation, mitigation and disaster risk reduction. In this regard she referred to Climate Change Strategy and Action Plan 2009, Climate Change Trust Fund Act 2010, The National Women Development Policy 2011, Climate Change and gender Action Plan 2013, National Plan for Disaster Management 2021-2025, Sendai Framework for Disaster Risk Reduction 2015-2030 integrate DRR, Cyclone Preparedness Programme (CPP), Mujib Climate Prosperity Plan Decade 2030, The Perspective Plan 2041, The Delta Plan 2100, Mujib Killa (cyclone shelter), etc.

She also mentioned about gender-responsive & climate budget, gender-responsive coastal adaptation (GCA) project, Social Forestry Programme, National Resilience Programme and other initiatives for enhancing adaptive capacity and resilience of women in climate vulnerable areas. She also referred to the inclusion of 38,000 women volunteers in the ‘cyclone preparedness programme’ which has received UN’s Public Service Award 2021 for ensuring gender equality in disaster risk reduction.

“These projects will strengthen capacity of women and girls to act as whistle blowers before calamities, protect assets, diversify livelihood, relief and rehabilitation activities”, said the State-minister.

The state minister called for ensuring financial, technical and technological resources to help the climate vulnerable countries overcome the challenges faced by women and girls.  She also emphasized that ‘Principle of Equity’ and ‘Gender-Climate Justice’ should be introduced in every national and international development policies.

On the sideline of the debate, she held a bilateral meeting with the Women and Youth Minister of Burundi. They exchanged views of various initiative to promote women’s economic empowerment and expressed hope to share good practices between the two countries.

***

নিউইয়র্ক, ২২ মার্চ ২০২২:

 জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ এবং প্রতিশ্রুতির আন্তরিক বাস্তবায়নের মাধ্যমেই কার্বন নি:সরণ হ্রাস ও লিঙ্গ-সমতা ভিত্তিক টেকসই বিশ্ব নিশ্চিত হতে পারে মর্মে উল্লেখ করেছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি। আজ, জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে কমিশন অন দ্যা স্টাটাস অব উইমেন (সিএসডব্লিউ) এর ৬৬তম অধিবেশনে প্রদত্ত বক্তব্যে এসকল কথা বলেন তিনি। ৬৬তম সিএসডব্লিউ এর অধিবেশন গত ১৪ মার্চ শূরু হয়েছে যা ২৫ মার্চ শেষ হবে।

সিএসডব্লিউ-এর এবারের প্রতিপাদ্য হলো, ‘জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস নীতি ও কর্মসূচিসমূহের প্রেক্ষাপটে লিঙ্গ-সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন’। প্রতিমন্ত্রী সিএসডব্লিউতে পাঁচ সদস্যের বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন। প্রতিনিধিদলে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধিবর্গ।

প্রতিমন্ত্রী, বাংলাদেশের সংবিধানে নারীর সমঅধিকার নিশ্চিত করাসহ নারীর ক্ষমতায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদানের কথা তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট বাংলাদেশের নাজুক পরিস্থিতি ও দুর্যোগ ঝুঁকির উপর আলোকপাত করেন এবং এক্ষেত্রে নারীর ও মেয়েদের অসামঞ্জস্যপূর্ণ প্রভাবের কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০২১ অনুযায়ী বাংলাদেশের অবস্থান ৭ম, যদিও বৈশ্বিক কার্বন নি:সরণে আমাদের অবদান মাত্র ০.৪৭ শতাংশেরও কম।

ক্লাইমেট ভালনারেবল ফোরাম-এর ৫৫ সদস্যের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর বেঁচে থাকার জন্য অর্থায়ন নিশ্চিতের উপর জোর দেওয়ার যে আহ্বান জানিয়েছিলেন তা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো নারীরা।

লিঙ্গ সংবেদনশীল জলবায়ু কর্মসূচি, অভিযোজন, প্রশমন, ও দুর্যোগ ঝুঁকি হ্রাস নিশ্চিত করার করার লক্ষ্যে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন আইন, নীতি, ও কর্মসূচিসমূহের কথা উল্লেখ করেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তন মোকাবিলা কৌশল ও কর্মপরিকল্পনা ২০০৯, জলবায়ু পরিবর্তন ট্রান্ট ফান্ড আইন ২০১০, জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১, জলবায়ু পরিবর্তন ও লিঙ্গ কর্মসূচি পরিকল্পনা ২০১৩, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার জাতীয় পরিকল্পনা ২০২১-২০২৫, সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাজটার রিক্স রিডাকশন ২০১৫-২০৩০, সাইক্লোন প্রস্তুতি কর্মসূচি, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা দশক ২০৩০, প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১, বদ্বীপ পরিকল্পনা ২১০০, সাইক্লোন শেল্টার হিসেবে মুজিব কেল্লা স্থাপন ইত্যাদি পদক্ষেপের উদাহরণ তুলে ধরেন তিনি।

এছাড়া বাংলাদেশের জলবায়ু নাজুক অঞ্চলসমূহে নারীদের অভিযোজন ও প্রতিকুলতা মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য অর্জনে গৃহীত জলবায়ু ও  লিঙ্গ-সংবেদনশীল বাজেট, লিঙ্গ-সংবেদনশীল কোস্টাল অভিযোজন প্রকল্প, সামাজিক বনায়ন কর্মসূচি, জাতীয় রেজিলিয়েন্স কর্মসূচিসহ অন্যান্য পদক্ষেপের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

‘সাইক্লোন প্রস্তুতি কর্মসূচি’তে ৩৮ হাজার নারী স্বেচ্ছাসেবী অন্তর্ভূক্তিকরণের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এরফলে এই কর্মসূচিটি জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেছে যা দুর্যোগ ঝুঁকি হ্রাসে লিঙ্গসমতার অনন্য উদাহরণ। প্রতিমন্ত্রী আরও বলেন, এজাতীয় প্রকল্পসমূহ নারী ও মেয়েদের দুর্যোগ পূর্ববর্তী হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করার ক্ষমতাকে সুদৃঢ় করবে, সম্পদ রক্ষা করবে, এবং জীবিকা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বৈচিত্র আনবে।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে নারী ও মেয়েরা যে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করছে তা কাটিয়ে উঠতে আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সম্পদের সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। এছাড়া তিনি ‘সমতার নীতি’ ও ‘লিঙ্গ-জলবায়ু ন্যায়বিচার’ চালু করার উপরও জোর দেন।

সিএসডব্লিউ এর ৬৬তম অধিবেশনে প্রদত্ত বক্তব্যের পর বুরুন্ডি’র নারী ও যুব মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। স্ব স্ব দেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে মত বিনিময় করেন তাঁরা। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদ্বয় নারী উন্নয়ন বিষয়ক দু’দেশের উত্তম অনুশীলনসমূহ উভয় দেশের মধ্যে ভাগ করে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

***