National Defense College delegation visits United Nations Headquarters and Bangladesh Permanent Mission to the United Nations

New York, 07 October 2022:

 A delegation of 29 members of the National Defense College of Bangladesh visited the United Nations Headquarters and the Permanent Mission of Bangladesh to the United Nations today. Commandant of National Defense College (NDC), Lieutenant General Md. Akbar Hossain led the delegation. The visit was held under “Overseas Study Tour-2” as part of the National Defense Course-2022. The delegation includes senior officers from Bangladesh Armed Forces and Bangladesh Civil Service, along with senior defense services officers from Nigeria, Sri Lanka, and the United Kingdom.

In the morning, UN Deputy Military Advisor Major General Maureen O’ Brien briefed the delegation at the UN headquarters. In the briefing, he highlighted various aspects of UN peacekeeping operations at the field level and UN headquarters.

After the briefing, NDC Commandant Lt. Gen. Md. Akbar Hossain held a bilateral meeting with UN Military Adviser General Birame Diop at the UN Headquarters. In the meeting, fruitful discussions were held on various issues related to cooperation between United Nations Peacekeeping Operations and Bangladesh National Defense College. The NDC Commandant also requested to take more peacekeepers from Bangladesh in UN peacekeeping operations. The United Nations Military Adviser has expressed deep grief and condemnation over the death of three Bangladeshi peacekeepers while on duty in the UN peacekeeping mission- MINUSCA in the Central African Republic. He highly praised the skill and dutifulness of Bangladeshi peacekeepers.

The NDC delegation visited the Bangladesh Permanent Mission to the United Nations in the afternoon. Ambassador Muhammad Abdul Muhith, the Permanent Representative of Bangladesh to the United Nations, welcomed the delegation in an informal ceremony organized at the Bangabandhu Auditorium of the Mission. In his address to the visiting delegation, the Permanent Representative focused on the various activities of the Permanent Mission as well as the significant role played and contribution made by Bangladesh in the United Nations, on different issues such as peacekeeping and peacebuilding, the Rohingya crisis, the graduation from least developed countries, climate change, migration, implementation of SDG, post-Covid global system and current global situation.

In the closing remarks, NDC Commandant Lt. Gen. Akbar thanked all the members of the permanent mission, including the Permanent Representative, for their intense and fruitful participation in the work of the United Nations, including peacekeeping. The Permanent Representative also thanked the NDC Commandant and the delegation for selecting the Bangladesh Permanent Mission for a visit.

Brigadier General Md. Sadekuzzaman, Defense Advisor of the Mission, in his briefing, highlighted various aspects of Bangladesh’s participation and successes in peacekeeping activities through a PowerPoint presentation

***

নিউইয়র্ক, ০৭ অক্টোবর ২০২২:

 ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোঃ আকবর হোসেন এর নেতৃত্বে কলেজটির ২৯ সদস্যের একটি প্রতিনিধিদল আজ জাতিসংঘ সদরদপ্তর ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শন করেন। ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এর অংশ হিসেবে “ওভারসিজ স্টাডি ট্যুর-২” এর আওতায় এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ সিভিল সার্ভিসের উর্দ্ধতন কর্মকর্তাসহ নাইজেরিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের সামরিক বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণ।

সকালে জাতিসংঘ সদরদপ্তরে প্রতিনিধিদলকে ব্রিফ করেন জাতিসংঘের ডেপুটি মিলিটারি অ্যাডভাইজর মেজর জেনারেল মাউরিন ও ব্রায়েন (Maureen O’Brien)। ব্রিফিং-এ তিনি মাঠ পর্যায় ও সদরদপ্তরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের নানা দিক তুলে ধরেন।

ব্রিফিং শেষে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘের মিলিটারি অ্যাডভাইজর জেনারেল বিরামে ডিঅপ (Birame Diop) এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এনডিসি কমান্ড্যান্ট লেফট্যানেন্ট জেনারেল মো: আকবর হোসেন। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রম ও বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ এর মধ্যকার প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয়। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ থেকে যাতে আরও অধিক শান্তিরক্ষী নেওয়া হয় সে বিষয়েও অনুরোধ জানান এনডিসি কমান্ড্যান্ট। জাতিসংঘের মিলিটারি অ্যাডভাইজর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম মিনুসকা (MINUSCA)-তে কর্তব্যরত অবস্থায় তিনজন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেন। বাংলাদেশী শান্তিরক্ষীদের দক্ষতা ও কর্তব্যপরায়নতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

দুপুরে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শনে আসেন এনডিসি প্রতিনিধিদল। স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিনিধিদলকে স্বাগত জানান জাতিসংঘ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত। তিনি স্থায়ী মিশনের বিভিন্ন কার্যক্রম এবং জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণের নানা দিক বিশেষ করে শান্তিরক্ষা ও শান্তিবিনির্মাণ, রোহিঙ্গা সঙ্কট, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন, কোভিড-১৯ পরবর্তী বিশ্ব ব্যবস্থা ও সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি ইত্যাদি বিষয়ে বাংলাদেশের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন।

এনডিসি প্রতিনিধিদলের সফর উপলক্ষে স্থায়ী মিশন আয়োজিত এ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন প্রতিনিধিদলের প্রধান এনডিসি কমাড্যান্ট লেফটেন্যান্ড জেনারেল আকবর। শান্তিরক্ষাসহ জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে নিবিড় ও ফলপ্রসু অংশগ্রহণের জন্য রাষ্ট্রদূতসহ স্থায়ী মিশনের সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি। পরিদর্শনের জন্য বাংলাদেশ মিশনকে নির্বাচিত করায় এনডিসি কমান্ড্যান্টসহ এনডিসি’র প্রতিনিধিদলকেও ধন্যবাদ জানান স্থায়ী প্রতিনিধি।

ব্রিফিং অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ ও সফলতার নানা দিক তুলে ধরেন মিশনের ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল মো: সাদেকুজ্জামান।

***