‘International Mother Language Day observed at the UN’

New York, 21 February 2023:

 International Mother Language Day (IMLD) 2023 has been celebrated at the UN headquarters today for the 7th consecutive year. The Permanent Missions of Bangladesh, Denmark, Guatemala, Hungary, India, Morocco and Timor-Leste jointly organized the event in partnership with the UN Secretariat and UNESCO. The President of the 77th Session of the General Assembly Csaba Kőrösi graced the event as the Chief guest.

Like last year, the IMLD was celebrated with interpretation services in all six official languages of the United Nations, enabling the distinguished speakers deliver their remarks in their mother tongue. The theme song of the IMLD (amar bhai-er rokte rangano…) was presented by the Sri Chinmoy Group. The discussion was followed by a rich multi-cultural performances. It featured musical performances from United Nations Chamber Music Society, Sneh Art of India and flute performance by Shilpokala Academy USA Inc. The event was telecast live on the U Web TV.

In his welcome remarks, the Permanent Representative of Bangladesh to the UN Ambassador Muhammad Abdul Muhith paid deep homage to the language martyrs for upholding the sanctity of Bangla in 1952, and to the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman for leading the language movement and the subsequent national movements culminating to our liberation in 1971. He recalled with gratitude the role of Prime Minister Sheikh Hasina in securing UNESCO’s recognition of 21st February as the international mother language day at the initiative of expatriate Bangladeshis and also in establishing the International Mother language Institute in Dhaka.

Ambassador Muhith thanked UNESCO for choosing this year’s theme-“Multilingual education–a necessity to transform education”. ‘Multilingual education inclusive of mother-tongue based learning can play instrumental role in transforming education system by underlining the importance of cultural and linguistic diversity, relevance of learning to learners’ lives and mutual understanding’-he further added.

The Permanent Representative of Cuba in his capacity of the Chair of the Group of Friends on Spanish language and Chair of the NGO Committee on Language and Languages also spoke at the event.

The President of the General Assembly and all the other speakers thanked Bangladesh for its leadership in promoting multilingualism and mother tongues in the UN.  They all recognized the potential role that multilingual education can play in transforming education for all. Speaking in their respective mother tongues, the speakers highlighted the critical importance of including mother tongue in the education system worldwide.

The event venue was full with a significant numbers Ambassadors, diplomats from different countries, high officials from the UN Secretariat, civil society and Bangladeshi community representatives.

Earlier in the morning the Permanent Mission of Bangladesh observed the Martyrs Day and the International Mother Language Day with due solemnity in the Mission’s premises. The Permanent Representative and the mission officials laid floral wreath in the Shaheed Minar established in the mission. During the event the messages of the President, Prime Minister, Foreign Minister and State Minister for Foreign Affairs were delivered.

***

নিউইয়র্ক, ২১ ফেব্রুয়ারি ২০২৩:

আজ জাতিসংঘ সদর দপ্তরে টানা ৭ম বারের মত যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করা হয়। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের যৌথ অংশীদারিত্বে ইভেন্টটির আয়োজন করে ডেনমার্ক, গুয়াতেমালা, হাঙ্গেরি, ভারত, মরক্কো ও পূর্ব তিমুর। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সভাপতি সাবা কোরেশি (Csaba Kőrösi)।

বিগত বছরের ন্যায় এ বছরও জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষায় গোটা অনুষ্ঠানটি অনুবাদের সুব্যবস্থা রাখা হয়। নিউইয়র্ক ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন শ্রী চিন্ময় কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম সংগীত “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উrসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানটির আলোচনা পর্বে সকল সহযোগী দেশগুলোর স্থায়ী প্রতিনিধিগণ, জাতিসংঘের জেনারেল এ্যাসেম্বলি ও কনফারেন্স ব্যবস্থাপনা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল, নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল, ইউনেস্কো নিউইয়র্ক অফিসের প্রতিনিধি এবং নিউইয়র্ক শহরের মেয়রের প্রতিনিধি বক্তব্য রাখেন। তাছাড়া, স্প্যানিশ ভাষাভাষী ফ্রেন্ডস্‌ গ্রুপের পক্ষ থেকে জাতিসংঘে নিযুক্ত কিউবার উপ-স্থায়ী প্রতিনিধি এবং ভাষা বিষয়ক এনজিও কমিটির সভাপতি বক্তব্য রাখেন।

উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদগণ এবং ভাষা আন্দোলনের পথিকৃr জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই জাতির পিতার নেতৃত্বে শুরু হয় বাঙালি জাতির মুক্তিসংগ্রাম, যার চূড়ান্ত পরিণতি পায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের মাধ্যমে। মহান একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের জন্য প্রবাসী কয়েকজন বাংলাদেশীর উদ্যোগকে রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পূর্ণ স্বীকৃতি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা স্মরণ করেন রাষ্ট্রদূত মুহিত। এছাড়া রাজধানী ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউটের প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও অবদানের কথা স্মরণ করেন তিনি। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাকে সম্মান জানিয়ে নতুন বাংলা ইউনিকোড ফন্ট প্রকাশ করার জন্য ইউএনডিপিকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন স্থায়ী প্রতিনিধি। তাছাড়া, বাংলাকে জাতিসংঘের অন্যতম একটি দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টাও অব্যাহত রেখে যাবেন বলে তার বক্তব্যে উল্লেখ করেন রাষ্ট্রদূত মুহিত।

সাধারণ পরিষদের সভাপতিসহ অন্যান্য বক্তাগণ জাতিসংঘে বহুভাষাবাদ ও মাতৃভাষার প্রচারে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রতিপাদ্য হলো ‘বহুভাষায় শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার রূপান্তরের প্রয়োজনীয়তা’। মাতৃভাষাকে ভিত্তি করে বহুভাষায় শিক্ষা প্রদান করা হলে তা সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবে বলে মন্তব্য করেন বক্তারা।

আলোচনা অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘ চেম্বার মিউজিক সোসাইটি, শ্রী চিন্ময় গ্রুপ এবং ভারতের স্নেহ্‌ আর্ট নামক একটি সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করে।

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি, অন্যান্য কূটনীতিক, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ এবং নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মুখর ছিল অনুষ্ঠানটি। জাতিসংঘ ওয়েবটিভিতে এটি সরাসরি সম্প্রচার করা হয়।

জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন অনুষ্ঠানের আগে সকালে যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের আয়োজন করা হয়। মান্যবর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধির নেতৃত্বে মিশনের কর্মকর্তা-কর্মচারীগণ মিশনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানটিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ এবং মহান একুশের ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

***

Link:

  1. UN Web TV : https://media.un.org/en/asset/k1v/k1vairbb1d
  2. ‘InDaily Sun: ternational Mother Language Day observed at UN’
  3. Daily Kalerkantho : জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
  4. Daily Ittefaq : জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  5. Daily Prothomalo : জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  6. Daily Inqilab : জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  7. US Bangla24 : জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন
  8. Bangla Tribune : জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
  9. Bangla News24: জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন
  10. UNB.com : জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
  11. Somoy News : জাতিসংঘ সদর দফতরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  12. RTV Online : জাতিসংঘ সদরদপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  13. Amader Shomoy : জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
  14. Channel24 : জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন