Foreign Minister Momen presides over plenary session of UN Water Conference

New York, 23 March 2023:

 Today Foreign Minister Dr. A.K. Abdul Momen, MP presided over the plenary session of the UN 2023 Water Conference. He chaired the third plenary session of the Conference.

Foreign Minister also delivered the closing remarks at the high-level event entitled “Water for Peace: From Source to Sea” at the UN Headquarters organized jointly by Bangladesh, Global Center on Adaptation and Deltares.

 In his remarks, focusing on ‘Source to Sea’ approach on water cooperation, Foreign Minister stressed on the need to sustainable water management for promoting global peace and stability.

The Permanent Representative of Bangladesh Ambassador Muhammad Abdul Muhith delivered welcome remarks and State Minister for Water Resources Zaheed Farooque, MP delivered the opening remarks. The panel discussion segment was enriched with the presence of a list of high-level speakers which included, among others,  Abdul Khan, Minister for Water Supply of Nepal;  Henk Ovink, Special Envoy for International Water Affairs for the Kingdom of the Netherlands; Alexandra Ferreira de Carvalho, Secretary- General, Ministry of the Environment and Climate Action of Portugal; Francesca Bernardini, Chief, Transboundary Cooperation Section, United Nations Economic Commission for Europe; Patrick Verkooijen, CEO, Global Center on Adaptation; Ruth Mathews, Senior Manager and  Coordinator, Action Platform for Source-to-Sea Management, Stockholm International Water Institute and Toon Segeren, Director, Deltares International.

The event was attended by a significant number of diplomats and civil society representatives.

In the evening, Dr. Momen attended the launching event of the International Panel on Deltas and Coastal Areas (IPDC) at the invitation of the Government of Netherlands.

 ***

নিউইয়র্ক, ২৩ মার্চ ২০২৩:

আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনের তৃতীয় সভায় সভাপতিত্ব করেন। বিগত ২২ মার্চ বাংলাদেশ জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার ধারাবাহিকতায় এই সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া, তিনি আজ বাংলাদেশ, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এবং নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ডেল্টারেসের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘Water for Peace: From Source to Sea’   শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন। ‘From Source to Sea Approach’ এর ওপর ভিত্তি  করে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য টেকসই পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরত্বারোপ করেন।

এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত এবং উদ্বোধনী বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি। প্যানেল আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেপালের পানি মন্ত্রী আব্দুল খান; নেদারল্যান্ডসের আন্তর্জাতিক পানি বিষয়ক বিশেষ দূত হেঙ্ক ওভিঙ্ক; পর্তুগালের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেল আলেকজান্দ্রা ফেরেইরা ডি কারভালহো, ইউনাইটেড নেশনস ইকোনমিক কমিশন ফর ইউরোপ এর ট্রান্সবাউন্ডারি কো-অপারেশন সেকশন  প্রধান ফ্রান্সেসকা বার্নার্ডিনি ; গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এর সিইও প্যাট্রিক ভারকুইজেন; স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউটের অ্যাকশন প্ল্যাটফর্ম ফর সোর্স-টু-সি ম্যানেজমেন্ট-এর সিনিয়র ম্যানেজার এবং কোঅর্ডিনেটর  রুথ ম্যাথিউস এবং ডেল্টারেস ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর টুন সেগেরেন।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী কূটনীতিক, জাতিসংঘ এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রী নেদারল্যান্ডস সরকারের আমন্ত্রণে “ইন্টারন্যাশনাল প্যানেল অন ডেল্টাস অ্যান্ড কোস্টাল এরিয়াস”-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

 ***