State Minister Zaheed Farooque stressed the importance of international cooperation to advance the UN water action agenda

New York, 24 March 2023:

 “Water management cooperation extends crucial supports to the achievement of all sustainable development goals-from addressing water scarcity, building sound economies to global peace and security”-State Minister for Water Resources Zaheed Farooque said today while speaking at the interactive dialogue-4 of the UN Water Conference held at the United Nations Headquarters.

In his remarks, State Minister said that Bangladesh has 57 transboundary rivers with our neighboring countries and Bangladesh has been working on water cooperation with the co-riparian countries to manage and share the waters of common rivers. Knowledge sharing and technical cooperation are also critical elements for sustainable water management, he further added.

State Minister Farooque also urged the international community to enhance their partnership on water management in realizing sustainable development goal 6 and focus more on water diplomacy in preventing conflict and crisis.

The interactive dialogue was co-chaired by Serigne Mbaye Thiam, Minister of Water and Sanitation of Senegal and Christian Frutiger, State Secretary, Federal Department of Foreign Affairs of the Swiss Confederation. A significant number of Ministers from other UN Member countries also spoke at this important interactive dialogue.

State Minister Zaheed Farooque paid an official visit to New York to attend the 2023 UN Water Conference. The Conference was held from 22 to 24 March 2023 at the United Nations Headquarters.

***

নিউইয়র্ক, ২৪ মার্চ, ২০২৩:

“পানি ব্যবস্থাপনা বিষয়ক সহযোগিতা সকল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি পানির ঘাটতি মোকাবেলা থেকে শুরু করে, সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এবং সর্বোপরি বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় অনবদ্য অবদান রাখে”- আজ জাতিসংঘ সদর দপ্তরে চলমান আন্তর্জাতিক পানি সম্মেলনের চতুর্থ ইন্টারেক্টিভ সংলাপে বক্তব্য প্রদানকালে এমন মন্তব্য করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের ৫৭টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। সমন্বিত পানি ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ প্রতিবেশি দেশসমূহের সাথে পানি সহযোগিতা বিষয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, টেকসই পানি ব্যবস্থাপনার জন্য জ্ঞানের আদান-প্রদান এবং প্রযুক্তিগত সহযোগিতাও গুরুত্বপূর্ণ উপাদান।

প্রতিমন্ত্রী ফারুক ষষ্ঠ টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে পানি ব্যবস্থাপনায় তাদের অংশীদারিত্ব বাড়াতে এবং এতদসংক্রান্ত সংঘাত ও সংকট রোধে পানি কূটনীতিতে আরো গুরুত্বারোপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ আহ্বান জানান।

এই ইন্টারেক্টিভ সংলাপের সহ-সভাপতিত্ব করেন সেনেগালের পানি ও স্যানিটেশন মন্ত্রী সেরিগনে এমবায়ে থিয়াম এবং সুইস কনফেডারেশনের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের স্টেট সেক্রেটারি  ক্রিশ্চিয়ান ফ্রুটিগার। জাতিসংঘের অন্যান্য সদস্য দেশের উল্লেখযোগ্য সংখ্যক মন্ত্রীরাও এই গুরুত্বপূর্ণ ইন্টারেক্টিভ সংলাপে বক্তব্য প্রদান করেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ২২ থেকে ২৪ মার্চ ২০২৩ পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পানি সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেন ।

***