Connecting for Good: Ambassador Muhith advocates for using digital platforms to advance Culture of Peace

New York, 31August 2023:

“We can leverage digital media’s power to raise global awareness about peace across diverse backgrounds, cultures and religions through dissemination of facts and encouraging healthy debates on various contemporary issues.”-said Ambassador Muhammad Abdul Muhith, Permanent Representative of Bangladesh to the United Nations in New York while speaking today at the High-Level Forum on Culture of Peace held at the United Nations Headquarters.

Convened by President of the General Assembly Csaba Korosi, the forum’s inaugural session featured addresses from distinguished speakers, including the Under-Secretary General for Policy, Director of UNESCO’s New York Office, and the Head of UN Affairs of ITU. Later a panel discussion was held under the theme, “Promoting Culture of Peace in the Digital Era,” which was chaired by Ambassador Alya Ahmed Saif Al-Thani, Permanent Representative of the State of Qatar, and participated by member states, observers and the civil society. Apart from Member States, expert speakers including the Secretary General’s Tech Envoy, Rector of the University for Peace and representative of Google presented remarks in the panel discussion.

Applauding Bangladesh’s leadership in promoting culture of peace, the President of the General Assembly highlighted that sustaining a culture of peace in the digital age entails nurturing an inclusive online space that encourages respect and tolerance. This involves countering online hate speech and discrimination and addressing the risks of misusing new technologies without depriving those who require them. Stressing the importance of collective involvement, he underscored that success hinges on robust multilateral cooperation.

In his statement at the opening session, Ambassador Muhith emphasized the continued relevance of nurturing a culture of peace amid global challenges. “As stated by our founding father Bangabandhu Sheikh Mujibur Rahman in his maiden speech in the UN in 1974, peace is an imperative for the survival of mankind. It represents the deepest aspirations of men and women throughout the world. And this has shaped  our enduring commitment to the cause of global peace and security and inspired us to introduce in 1999, the resolution on the Culture of Peace,” he added.

Referring to the theme of this year’s forum, Ambassador Muhith said that while digital technologies have offered us unprecedented access to knowledge and opportunities, they have also unleashed a torrent of mis and disinformation, hate speech, xenophobic, intolerant and divisive narratives, amplified by the emergence of deep-fakes.  In this context, he referred to the 2017 Rohingya exodus from Myanmar which was aggravated by dissemination of communal and xenophobic hatred against the Rohingya population.  Against this backdrop, he emphasized the critical importance of careful navigation in this digital landscape, particularly for young individuals. Neglecting caution, he warned, could jeopardize harmony we strive to attain.

Acknowledging the detrimental impact of the digital divide on peace efforts, Ambassador Muhith stressed the importance of ensuring equitable access to technology and promoting digital literacy. He urged the empowerment of individuals and communities to utilize digital platforms and technologies such as Artificial Intelligence for sustainable development and peace. The Ambassador also highlighted the unique challenges faced by women and girls online and called for the rectification of gender digital divide by establishing a safe and accessible digital platform for all.

Ambassador Muhith concluded by urging the international community to harness technological advancements for peace-building while remaining vigilant against potential misuse in the digital realm.

The forum gathered a large number of member states, UN,intergovernmental and the civil society representatives and all participants of the forum lauded Bangladesh’s enduring leadership in promoting Culture of Peace.

***

নিউইয়র্ক, ৩ ১আগস্ট ২০২৩:

“বস্তুনিষ্ঠ তথ্য প্রচার এবং বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সুস্থ বিতর্ক উৎসাহিত করার মাধ্যমে আমরা বিভিন্ন দেশ, সংস্কৃতি এবং ধর্মের মধ্যে শান্তির সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বাড়াতে ডিজিটাল মিডিয়ার শক্তিকে কাজে লাগাতে পারি”-আজ জাতিসংঘ সাধারণ পরিষদে ‘শান্তির  সংস্কৃতি’ বিষয়ক বাংলাদেশের ফ্ল্যাগশীপ রেজুল্যুশনের উপর অনুষ্ঠিত উচ্চপর্যায়ের ফোরামে বক্তব্য প্রদানকালে এমন মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।

সভাটি আহবান করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা কোরোসি । এর উদ্বোধনী অধিবেশনে আন্ডার-সেক্রেটারি জেনারেল ফর পলিসি, ইউনেস্কোর নিউইয়র্ক অফিসের পরিচালক এবং আইটিইউ-এর জাতিসংঘ বিষয়ক প্রধানসহ অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে “ডিজিটাল যুগে শান্তির সংস্কৃতির প্রচার” থিমের অধীনে একটি প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যার সভাপতিত্ব করেন  জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আলেয়া আহমেদ সাইফ আল-থানি। এতে সদস্য রাষ্ট্র, পর্যবেক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এছাড়া জাতিসংঘ মহাসচিবের প্রযুক্তি দূত, শান্তি বিশ্ববিদ্যালয়ের (University for Peace) রেক্টর এবং গুগলের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।

শান্তির সংস্কৃতির প্রচারে বাংলাদেশের নেতৃত্বের ভূয়সী  প্রশংসা করে সাধারণ পরিষদের সভাপতি তার বক্তব্যে বলেন যে,  ডিজিটাল যুগে শান্তির সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য এমন একটি অন্তর্ভুক্তিমূলক অনলাইন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন যা সম্মান ও সহনশীলতাকে উৎসাহিত করবে; ঘৃণামূলক বক্তব্য এবং বৈষম্যের মোকাবিলা করবে এবং নতুন প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকি মোকাবেলা করবে।

রাষ্ট্রদূত মুহিত তার স্বাগত বক্তব্যে চলমান বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শান্তির সংস্কৃতি লালন করার অব্যাহত প্রাসঙ্গিকতার ওপর জোর দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণে বলেছিলেন “ মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার। এই শান্তির মধ্যে সারা বিশ্বের সকল নর-নারীর  গভীর আশা আকাঙ্খা মূর্ত হয়ে রয়েছে।”। বঙ্গবন্ধুর এই উদ্ধৃতি তুলে ধরে রাষ্ট্রদূত বলেন যে, জাতির পিতার এই শান্তির দর্শনই পরবর্তীতে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য বাংলাদেশের পররাষ্ট্রনীতি গঠন করে এবং ১৯৯৯ সালে জাতিসংঘে শান্তির সংস্কৃতির রেজুল্যুশন প্রবর্তন করতে অনুপ্রাণিত করে।

এই বছরের থিমের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত মুহিত বলেন যে, ডিজিটাল প্রযুক্তি যেমন জ্ঞানরাজ্যে আমাদের অভূতপূর্ব প্রবেশাধিকার দিয়েছে এবং অবারিত সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি এটি বিভিন্ন ধরণের বিভ্রান্তিকর তথ্য, ঘৃণাত্মক বক্তব্য, অসহিষ্ণু এবং বিভাজনমূলক আখ্যানের একটি স্রোতও উন্মোচন করেছে। এই প্রসঙ্গে তিনি মিয়ানমার থেকে ২০১৭ সালে রোহিঙ্গাদের উৎখাতের কথা উল্লেখ করে বলেন, এসময়ে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে ডিজিটাল প্লাটফর্ম ব্যপকভাবে  ব্যহার করা হয়েছিল। এই পটভূমিতে তিনি ডিজিটাল প্লাটফর্মে বিশেষ করে তরুণদের জন্য সাবধানতা অবলম্বনের উপর জোর দেন। কারন হিসেবে তিনি বলেন যে, এমন সাবধানতার অভাব সারাবিশ্বে আমাদের সম্প্রীতি অর্জনের সম্মিলিত প্রচেষ্টা বিপন্ন করে দিতে পারে।

শান্তি বিনির্মাণ প্রচেষ্টার উপর ডিজিটাল বিভাজনের ক্ষতিকর প্রভাবের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত মুহিত ডিজিটাল  প্রযুক্তিতে সকলের ন্যায়সঙ্গত প্রবেশিধাকার নিশ্চিত করার এবং ডিজিটাল স্বাক্ষরতার ওপর জোর দেন। তিনি টেকসই উন্নয়ন ও শান্তির জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তি ও সমাজের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত অনলাইনে নারী ও মেয়েদের চ্যালেঞ্জগুলিও তুলে ধরেন এবং সকলের জন্য একটি নিরাপদ এবং প্রবেশযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার মাধ্যমে জেন্ডার ডিজিটাল বিভাজন দূরীকরণের আহ্বান জানান।

অবশেষে ডিজিটাল প্লাটফর্মের  সম্ভাব্য অপব্যবহারের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি শান্তি-নির্মাণের জন্য ডিজিটাল প্রজুক্তির সুবিধা কাজে লাগানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন স্থায়ী প্রতিনিধি।

সভাটিতে বিপুলসংখ্যক সদস্যরাষ্ট্র, জাতিসংঘ, আন্তঃসরকারি সংস্থা এবং সুশীলসমাজের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন এবং তারা সবাই শান্তির সংস্কৃতি প্রচারে বাংলাদেশের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।

***