The General Assembly succeeds to adopt resolution calling for humanitarian truce in Gaza after the failure of the Security Council

New York, 27 October 2023:

In the last three weeks, the Security Council has repeatedly failed to take decision regarding humanitarian ceasefire despite having series of meetings. After continuous failure of the Security Council- the body which has primary responsibility for the maintenance of international peace and security, the UN General Assembly adopted a resolution, with 2/3rd majority, calling for humanitarian truce in Gaza.

Since last 7th October, more than 7000 civilians including 3500 children have been killed in the Gaza strip due to heinous and barbaric attack by Israel. More than one million people have been displaced. In the last 20 days, several proposals were tabled in the Security Council. However, not a single proposal succeeded to pass.  Finally, today, in the resumed 10th Emergency Special Session of UN General Assembly, a resolution with proposal of humanitarian truce has been adopted with 2/3rd majority. In the voting, 121 countries voted in favour of the resolution while 14 voted against and 45 countries abstained.

The Permanent Representative of Bangladesh to the United Nations, Ambassador Muhammad Abdul Muhit represented Bangladesh in the voting. After the adoption of the resolution, Ambassador Muhittold“Instruction of Hon’ble Prime Minister Sheikh Hasina on Palestine issue is very clear. In her statement delivered in the high-level of 78th UNGA, she strongly urged the international community to work together to realize the rights of the people of Palestine and reiterated Bangladesh’s unflinching commitment to the inalienable rights of the people of Palestine”. According to the kind instruction of the Hon’ble Prime Minister, Bangladesh voted in favour of this resolution.

Ambassador Muhit also mentioned “We have not only voted yes for the resolution, but also played instrumental role in organizing this emergency session.  When the Security Council fails to adopt any resolution regarding the maintenance of international peace and security, it becomes urgent to hold emergency session in the General Assembly. In this regard, we sent written letter to President of the General Assembly to hold that emergency session. We mobilized support for the resolution. Earlier, in the Security Council Open Debates, we reiterated Bangladesh’s unwavering support to Palestine and urged all the permanent and non-permanent members of the Council to work together for immediate humanitarian ceasefire”.

Bangladesh will continue to extendunwavering and steadfast support for the inalienable rights of the Palestinian brothers and sisters for a just and lasting solution to their legitimate aspirations through the establishment of an independent, viable, and sovereign Palestinian State.

The main focus of the UNGA resolution was immediate truce; immediate, continuous, sufficient and unhindered provision of essential goods and services to civilians throughout the Gaza Strip; and protection of civilians and civilian objects, as well as the protection of humanitarian personnel, persons hors de combat, and humanitarian facilities and assets. The resolution also called for the rescinding of the order by Israel, the occupying Power; firmly rejected any attempts at forced transfer of the Palestinian civilian population and called for the immediate and unconditional release of all civilians who are being illegally held captive. It also referred to the two-State solution as a basis of just and lasting solution to the Israeli-Palestinian conflict.

Mentionable, an amendment proposal to the resolution which proposed to condemn Hamas for attacking on 07 October was tabled by Canada. However, the amendment proposal was failed to get adopted due to lack of support from the majority (2/3rd) of the member States as it did not refer to the horrific crimes being committed by Israeli Defence forces.

***

নিউইয়র্ক, ২৭ অক্টোবর ২০২৩:

 বিগত তিন সপ্তাহ ধরে গাজা উপত্যকায় মানবিক যুদ্ধ বিরতির জন্য বারবার আলোচনা করেও সফল হতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিশ্বের শান্তি ও নিরাপত্তার অভিভাবক এই পরিষদের উপর্যুপরি ব্যর্থতার পর আজ জাতিসংঘের সাধারণ পরিষদে প্যালেস্টাইনের গাজায় মানবিক যু্দ্ধ বিরতির জন্য আনিত একটি প্রস্তাব দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হয়।

বিগত ৭ অক্টোবর থেকে প্যালেস্টাইনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলের বর্বরোচিত হামলায় এ পর্যন্ত  ৩৫০০ শিশুসহ প্রায় ৭০০০ বেসামরিক নাগরিক মৃত্যুবরণ করে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ মিলিয়নের বেশি মানুষ। বিগত ২০ দিন ধরে নিরাপত্তা পরিষদে যুদ্ধ বিরতির কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হলেও কোন প্রস্তাবই সফলতার মুখ দেখেনি। অবশেষে আজ জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত জরুরি সেশনে গাজা উপত্যকায় যুদ্ধ বিরতির প্রস্তাবে ভোটাভুটি আহ্বান করা হলে তা দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হয়। উপস্থিত সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে ১২১টি দেশ পক্ষে, ১৪টি বিপক্ষে এবং ৪৪টি দেশ ভোট দানে বিরত থাকে।

বাংলাদেশের পক্ষে এ প্রস্তাবে ভোট প্রদান করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। প্রস্তাবটি গৃহীত হওয়ার পর তিনি বলেন, “প্যালেস্টাইন ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অত্যন্ত পরিস্কার। তিনি এই বছর জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য প্রদানকালে প্যালেস্টাইনের জনগণের ন্যায্য অধিকার অর্জনে বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করার দৃঢ় আহ্বান জানান এবং বাংলাদেশ সবসময় প্যালেস্টাইনের পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় পুনঃব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ এই প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে”।

রাষ্ট্রদূত মুহিত আরো বলেন, “আমরা শুধু এই প্রস্তাবের পক্ষেই ভোট প্রদান করিনি। নিরাপত্তা পরিষদ বিশ্বের কোথাও শান্তি ও নিরাপত্তা ইস্যুতে কোন প্রস্তাব গ্রহণে ব্যর্থ হলে জাতিসংঘ সাধারণ পরিষদে জরুরি সেশন আহ্বান করা আবশ্যক হয়ে পড়ে। সেই জরুরি সেশন যাতে অবিলম্বে আহ্বান করা হয়, সেজন্য আমরা জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে লিখিত অনুরোধ জানিয়েছি। অন্যান্য দেশ যাতে যুদ্ধ বিরতির প্রস্তাবের পক্ষে ভোট দেয়, সেইজন্য সম্ভাব্য দেশগুলোকে অনুরোধ জানিয়েছি। এর আগে নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইন বিষয়ে উন্মুক্ত বিতর্ক চলাকালে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশের অটল ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছি।  গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির জন্য নিরাপত্তা পরিষদের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছি।“

এই প্রস্তাব গৃহীত হওয়ার ফলে অবিলম্বে গাজায় মানবিক যুদ্ধবিরতি হবে।  বেসামরিক নাগরিকদের সুরক্ষা হবে। সেখানে মানবাধিকার সংগঠন ও মানবাধিকার কর্মীরা অবাধে প্রবেশের সুযোগ পাবে। বিদ্যুৎ, পানি, খাদ্য ও প্রয়োজনীয় ঔষধের সরবরাহ নিশ্চিত হবে। হাসপাতালগুলো যাতে আহত ও অসুস্থ নাগরিকদের সেবা দিতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার পথ উন্মুক্ত হবে। একটি স্বাধীন, টেকসই ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনের জনগণের বৈধ আকাঙ্খার ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী সমাধান অর্জনে বৈশ্বিক প্রচেষ্টার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার আগামি দিনগুলোতে অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই প্রস্তাবটি গ্রহণের প্রাক্কালে কানাডার পক্ষ থেকে ৭ অক্টোবর ইসরাইলে সংঘটিত হামলার বরাতে হামাসের প্রতি নিন্দা জ্ঞাপন করে একটি সংশোধনী প্রস্তাব আনা হয। কিন্তু ইসরাইলের আগ্রাসী কার্যকলাপ ও বর্বরোচিত হামলার বিষয়ে উক্ত সংশোধনীতে কোন উল্লেখ না থাকায় মুসলিম বিশ্বসহ অধিকাংশ সদস্য রাষ্ট্র উক্ত সংশোধনী প্রস্তাবনাটি প্রত্যাখান করে।

***