Delegation of the U.S. Army War College visits the Permanent Mission of Bangladesh

New York, 03 November 2023:

 On 03 November 2023, a U.S. Army War College delegation comprising of 23 members visited the Permanent Mission of Bangladesh to the United Nations. The U.S. Army War College has been visiting Bangladesh Mission every year in recent times to learn about the Mission’s work and priorities. The delegation has particular interests in learning Bangladesh’s role and contribution as top troop and police contributing country, both in the UN Headquarters and in the field.

This partnership between the Permanent Mission of Bangladesh and the U.S. Army War College comes as recognition of Bangladesh’s remarkable contribution to UN peace operations and the reputation and professionalism of Bangladeshi peacekeepers. A senior officer of Bangladesh Army undergoing training in the War College was a part of this delegation.

The Permanent Representative (PR) of Bangladesh to the UN, Ambassador Muhammad A. Muhith welcomed the delegation to the mission. In his welcome address, the PR focused on the work, priorities and contribution of Permanent Mission as well as Bangladesh. He highlighted the foreign policy dictum of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman as the main source of Bangladesh’s activeness and contribution to the maintenance of international peace and security. He portrayed Bangladesh’s contribution in UN Peacekeeping and peacebuilding as our sacred responsibility. He also highlighted the issues such as LDC graduation, SDG attainment, climate change, Rohingya issue and so on. He particularly mentioned about Bangladesh’s leadership in women empowerment and development as well as advancing the Women Peace and Security agenda under the able leadership of Hon’ble Prime Minister Sheikh Hasina.

Defense Advisor (DA) of Bangladesh Permanent Mission Brigadier General Md Sadequzzaman, ndc, afwc, psc, M Phil briefed the delegation about Bangladesh’s engagement in the UN peacekeeping operations and the dedicated role played by the Bangladeshi peacekeepers. In the presentation delivered by the Defence Adviser,  he described the contribution of Bangladesh in UN Peacekeeping in the 35 years long glorious journey of Bangladeshi peacekeepers. He also reiterated Bangladesh’s steadfast commitment towards future peacekeeping.

***

নিউইয়র্ক, ০৩ নভেম্বর ২০২৩:

আজ যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজের ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শন করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা এবং বাংলাদেশী শান্তিরক্ষীদের সুনামের প্রেক্ষিতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে প্রতিবছরই ইউএস আর্মি ওয়ার কলেজের প্রতিনিধি দল বাংলাদেশ মিশন পরিদর্শনে আসেন। ২৩ সদস্যের এই ডেলিগেশনে ঐ কলেজে প্রশিক্ষণরত বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।

আর্মি ওয়ার কলেজের প্রতিনিধিদলকে মিশনে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। স্বাগত বক্তব্যে তিনি শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অমূল্য অবদান এবং জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা রক্ষা,  টেকসই শান্তি ও পিস্‌বিল্ডিং কার্যক্রমে বাংলাদেশের নিবিড় অংশগ্রহণের কথা তুলে ধরেন। এলডিসি ক্যাটেগরি থেকে বাংলাদেশের উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন।  রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ জাতিসংঘে যে সকল পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে তা উল্লেখ করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘের বহুপাক্ষিক কূটনীতিতে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন সংক্রান্ত এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত মুহিত।

আগত অতিথিদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদান ও বিভিন্ন পদক্ষেপ নিয়ে একটি বিস্তারিত ব্রিফিং প্রদান করেন বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল মো: ছাদেকুজ্জামান। প্রদত্ত ব্রিফিংয়ে বিগত ৩৫ বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সাফল্যমন্ডিত অগ্রযাত্রার বিভিন্ন দিক উপস্থাপন করেন ডিফেন্স অ্যাডভাইজর। তাছাড়া, আগামি দিনগুলোতে জাতিসংঘ শাতিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অঙ্গীকারের কথাও পুনঃব্যক্ত করেন তিনি।

তথ্য-সমৃদ্ধ এই চমৎকার আয়োজন ও আতিথেয়তার জন্য ইউএস আর্মি ওয়ার কলেজের প্রতিনিধিদল বাংলাদেশ মিশনকে ধন্যবাদ জানান। পরিদর্শনের জন্য বাংলাদেশ মিশনকে নির্বাচিত করায় স্থায়ী প্রতিনিধি ইউএস আর্মি ওয়ার কলেজের প্রতিনিধিদলকেও ধন্যবাদ জানান।

***