Ambassador Rabab Fatima stresses mitigating gaps of ICT, health, and education at the ECOSOC FFD Forum

New York, 13 April 2021:     

 Permanent Representative of Bangladesh to the United Nations, Ambassador Rabab Fatima said today, “The lack of infrastructure, especially in the areas of ICT, health, and education was acutely felt during the COVID-19 pandemic. Therefore, it should be our urgent priority to build adequate infrastructure in all these areas.” She was speaking at a virtual panel discussion on ‘Accelerating infrastructure investments for a sustainable and resilient recovery and restoring trade’ at the ECOSOC’s ‘Financing for Development Forum’.

Highlighting the critical importance of digital infrastructure for providing vital services to people, Ambassador Fatima urged the developed countries to ensure much needed technology transfer to LDCs and other vulnerable countries.

She also underscored the importance of ensuring fast recovery from the pandemic as well as better resilience against current and future shocks. In this regard, she called for the integration of the disasters and climate change issues into investment decisions to build long-term sustainability and resilience.

Underlining the weaknesses of the global supply chain infrastructure, Ambassador Fatima emphasized the need for further improvement of trade infrastructure including in the areas of transit, transportation, and shipping etc. In this regard, she put specific focus on the grants and long-term concessional financing in infrastructure investment, public-private financing, blended financing, south-south and triangular cooperation etc. She urged the advanced economies to fulfill their unmet promises in the areas of DFQF market access and other trade benefits to LDCs.

The 2021 ECOSOC Forum on Financing for Development is being held from 12-15 April 2021 in New York. Finance Minister AHM Mustafa Kamal, FCA, MP, is leading the Bangladesh delegation. He delivered a pre-recorded statement at the special segment of the Forum held on 12 April 2021. Bangladesh also participated in the Special High-level Meeting with Bretton Woods Institutions, WTO and UNCTAD today.

***

নিউইয়র্ক, ১৩এপ্রিল২০২১:

“কোভিড-১৯ অতিমারির এই সময়ে অবকাঠামোগত সঙ্কট বিশেষ করে তথ্য-প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অবকাঠামোর অভাব তীব্রভাবে অনুভূত হয়েছে। সুতরাং এসকল খাতে পর্যাপ্ত অবকাঠামো তৈরি করা আমাদের জরুরি অগ্রাধিকার হওয়া উচিত”- আজ জাতিসংঘ সদরদপ্তরে ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত “কোভিড-১৯ থেকে টেকসই ও স্থিতিশীল পুনরুদ্ধার এবং বাণিজ্য ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অবকাঠামোগত বিনিয়োগ সমূহকে ত্বরান্বিত করা” শীর্ষক এক প্যানেল আলোচনায় প্রদত্ত বক্তব্যে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। ‘উন্নয়নের জন্য অর্থায়ন (এফএফডি)’  সংক্রান্ত ইকোসক ফোরামের আওতায় প্যানেল আলোচনাটি অনুষ্ঠিত হয়।

জনগণকে অত্যাবশ্যক সেবাসমূহ প্রদানার্থে ডিজিটাল অবকাঠামোর বিশেষ গুরুত্বের কথা তুলে ধরে রাষ্ট্রদূত ফাতিমা এলডিসিসহ নাজুক দেশগুলোকে অতিপ্রয়োজনীয় প্রযুক্তিসমূহ হস্তান্তর করার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি অতিমারি থেকে দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করার পাশাপাশি বর্তমান ও ভবিষ্যত ধাক্কা মোকাবিলা করে আরও ভালোভাবে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা অর্জনের উপর জোর দেন। এক্ষেত্রে তিনি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ঝুঁকিসমূহ বিবেচনায় নেবার বিষয়ে গুরুত্বারোপ করেন যেন অবকাঠামোসমূহ একাধারে টেকসই ও দীর্ঘমেয়াদে প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম হয়।

বৈশ্বিক সরবরাহ চেইনের দূর্বলতাগুলি উল্লেখ করে ট্রানজিট, পরিবহণ ও নৌ-পরিবহণ খাতসহ বাণিজ্য অবকাঠামোসমূহ আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা। এক্ষেত্রে অবকাঠামোগত বিনিয়োগ, সরকারি-বেসরকারি অর্থায়ন, মিশ্র অর্থায়ন, দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমাত্রিক সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রে তিনি অনুদান ও দীর্ঘমেয়াদী ছাড়যুক্ত অর্থায়নের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন। এলডিসিভূক্ত দেশগুলোর শুল্ক ও কোটামুক্ত বাজারে প্রবেশাধিকারসহ অন্যান্য বাণিজ্য সুবিধা প্রদানে উন্নত অর্থনীতির দেশগুলো যে সকল প্রতিশ্রুত দিয়েছে তার অপূরনীয় অংশসমূহ পূরণ করতে ঐ সকল উন্নত অর্থনীতির প্রতি আহ্বান জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

জাতিসংঘ সদর দপ্তরে ভার্চুয়ালভাবে এফএফডি বিষয়ক ইকোসক ফোরাম ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এতে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ফোরামটির শুরুতে গত ১২ এপ্রিল তিনি পূর্ব ধারণকৃত ভিডিও বক্তব্য প্রদান করেন। ব্রিটন উডস্ ইনস্টিটিউশনস্, ডব্লিউটিও এবং আঙ্কটাড এর সাথে বাংলাদেশ আজ উচ্চ পর্যায়ের অপর একটি সভায়ও অংশ গ্রহণ করে।

***

News Links:

  1. UNB: ECOSOC Forum: Dhaka stresses mitigating gaps ICT, health, eduation gaps
  2. Daily Sun: Dhaka stresses mitigating gaps of ICT, health, and education at the ECOSOC FFD Forum
  3. Bangladesh Pratidin: জাতিসংঘে তথ্য-প্রযুক্তি-স্বাস্থ্য-শিক্ষার ব্যবধান হ্রাসে গুরুত্বারোপ রাষ্ট্রদূতের
  4. USA News: উন্নয়নের জন্য অর্থায়ন সংক্রান্ত ইকোসক ফেরামে তথ্য-প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষার ব্যবধানগুলি হ্রাস করার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ফাতিমার
  5. Khabor.Com: স্বাস্থ্য ও শিক্ষার ব্যবধানগুলি হ্রাস করার উপর গুরুত্বারোপ করলেন রাষ্ট্রদূত- রাবাব ফাতিমা
  6. Risingbd.com: Bangladesh emphasizes ICT at UN ECOSOC Forum meeting
  7. Priyo.Com: জাতিসংঘে তথ্য-প্রযুক্তি-স্বাস্থ্য-শিক্ষার ব্যবধান হ্রাসে গুরুত্বারোপ রাষ্ট্রদূতের
  8. The Business Post: ECOSOC Forum: Dhaka stresses mitigating gaps in ICT, health, education
  9. The News: তথ্য-প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষার ব্যবধান হ্রাসের ওপর রাষ্ট্রদূত রাবাব ফাতিমার গুরুত্বারোপ