Bangladesh Ambassador Rabab Fatima introduces first ever UNGA resolution on vision impairment

New York, 23 July 2021:

The United Nations General Assembly has today, 23 July 2021, unanimously adopted the first ever UN resolution on vision impairment which committed access to eye health for the 1.1 billion people living with preventable sight loss by 2030. Permanent Representative of Bangladesh to the United Nations in New York, Ambassador Rabab Fatima introduced the resolution on behalf of the Friends of Vision, an informal like-minded group at the UN who advocates for the greater access to eye heath care for over 2 billion people currently living with various levels of visual impairment. The resolution titled “Vision for Everyone: accelerating action to achieve the Sustainable Development Goals” is unique as it is the first agreement among the Member States of this highest global body and is designed to tackle preventable sight loss. The other two co-chairs of the Group are Antigua & Barbuda and Ireland who have joined Bangladesh in proposing the resolution. 115 member states cosponsored the resolution.

Ambassador Fatima, in her speech made on this occasion, dedicated this resolution to all people around the world who are visually impaired or handicapped, and urged all countries in the world to set a target for vision for everyone by 2030 by ensuring full access to eye care services for their populations. This resolution has a strong mandate and is expected to send a strong message of hope to the millions of visually impaired.

Bangladesh PR mentioned, “The adoption of today’s resolution on vision is a watershed moment in global efforts for vision care. 1.1 billion people live with preventable sight loss. Preventable sight loss is a global challenge that needs a global solution – and that is what we have agreed today. What we agreed today will make a world of a difference to the lives of billions and their families and communities”.

Referring to a global survey data, Bangladesh Ambassador stated that vision impairment and blindness pose an enormous global financial burden with the annual global costs of productivity losses estimated to be US$ 411 billion. However, access to eye care can not only reduce children’s odds of failing in the class by 44%, but it can also increase the odds of obtaining paid employment by 10%. This is also an equity issue as 55% of the blind people are women and girls; and they are 8% more likely to be blind than men, she added.

Bangladesh’s PR in her speech mentioned, “Millions of people globally lose their visions, needlessly. And this phenomenon largely impedes their ability to contribute to their full potentials to the socio-economic development of their societies.  The resolution before us has the potential to reverse this situation”.

The resolution calls upon the Member States to make eye health integral to their nation’s commitment to achieving the Sustainable Development Goals. The resolution also asks for international financial institutions and donors to provide targeted finances, especially to support developing countries in tackling preventable sight loss. It calls on relevant UN institutions to support global efforts to achieve vision for everyone to achieve the SDGs.The resolution also calls for new targets on eye care to be included in the UN’s Sustainable Development Goals at its next review.

About 90% of people who do not have access to proper eye health care live in low- and middle-income countries. In Bangladesh, according to an estimate of 2018, the number of blind people aged 30 and above is 750,000 and more than 6 million people in Bangladesh need vision correction by spectacles or by any other means.

The Government of Bangladesh is one of the signatories to the Global Initiative launched in 1999 known as Vision 2020.

***

নিউইয়র্ক, ২৩ জুলাই ২০২১:

প্রতিরোধযোগ্য অন্ধত্বের শিকার বিশ্বের ১.১ বিলিয়ন মানুষকে ২০৩০ সালের মধ্যে চক্ষু স্বাস্থ্য সেবার সুযোগ করে দেওয়ার অঙ্গীকার নিয়ে আজ জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো “সকলের জন্য দৃষ্টি : টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ ত্বরান্বিত করার পদক্ষেপ” শীর্ষক দৃষ্টি প্রতিবন্ধীতা বিষয়ক প্রথম রেজুলেশন। ‘ফ্রেন্ডস অব ভিশন’ এর পক্ষে রেজুলেশনটি সাধারণ পরিষদে উত্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। উপস্থিত সকলে রেজুলেশনটিকে অনন্য একটি রেজুলেশন হিসেবে আখ্যা দিয়েছেন, কারণ প্রথমবারের মতো সর্বোচ্চ বৈশ্বিক সংস্থা-জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রগুলো প্রতিরোধযোগ্য অন্ধত্ব নিরাময়ে সর্বসম্মতভাবে একটি সিদ্ধান্তে উপনীত হল। বিভিন্ন পর্যায়ের দৃষ্টি প্রতিবন্ধীতার শিকার বিশ্বের ২ বিলিয়নেরও বেশি মানুষের চক্ষু স্বাস্থ্য সেবা কার্যক্রমে ব্যাপকভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিতে জাতিসংঘে অনানুষ্ঠানিকভাবে কাজ করে যাচ্ছে দৃষ্টি বা ভিশন বিষয়ক এই গ্রুপ অব ফ্রেন্ডস। রেজুলেশনটি উত্থাপনের সময় বাংলাদেশের সাথে যোগ দেয় গ্রুপটির অপর দুই সহ-সভাপতি ‘এন্টিগুয়া ও বারবাডোস’ এবং আয়ারল্যান্ড। এতে সর্বমোট ১১৫টি দেশ সহপৃষ্ঠপোষকতা করে।

সাধারণ পরিষদে প্রদত্ত বক্তব্যে রাষ্ট্রদূত ফাতিমা রেজুলেশনটিকে বিশ্বের সকল দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য উৎসর্গ করেন এবং সকল দেশের প্রতি আহ্বান জানান যাতে দেশগুলো ২০৩০ সালের মধ্যে তাদের সকল জনগণকে চক্ষু স্বাস্থ্য সেবায় পূর্ণ প্রবেশের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে। রেজুলেশনটিতে সুদৃঢ় কিছু ম্যান্ডেট/বাধ্যবাধকতা রয়েছে এবং কোটি কোটি দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের কাছে শক্তিশালী আশার বার্তা পৌঁছাতে পারবে বলে আশা করা যাচ্ছে।

রাষ্ট্রদূত ফাতিমা বলেন, “আজকের এই রেজুলেশনটি চক্ষু সেবার বৈশ্বিক প্রচেষ্টার ক্ষেত্রে এক ঐতিহাসিক মুহুর্ত। রেজুলেশনটিতে নেতৃত্ব দিতে পেরে বাংলাদেশ সম্মানিত বোধ করছে”।

তিনি আরও বলেন, “বিশ্বের ১.১ বিলিয়ন মানুষ প্রতিরোধযোগ্য অন্ধত্ব নিয়ে বসবাস করছে। প্রতিরোধযোগ্য দৃষ্টিহীনতা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ যার জন্য প্রয়োজন একটি বৈশ্বিক সমাধান-এর জন্যই আমরা আজ ঐক্যমতে পৌঁছুতে পেরেছি। আমাদের এই ঐক্যমত বিশ্বের কোটি কোটি মানুষ, তাদের পরিবার ও সম্প্রদায়ের জীবন ধারায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমার বিশ্বাস”।

বৈশ্বিকভাবে পরিচালিত একটি জরিপের উদাহরণ টেনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীতা এবং অন্ধত্বজনিত কারণে মানুষের উৎপাদনশীলতা হারানোর ক্ষতির হিসেব অনুযায়ী সারাবিশ্বে প্রতিবছর প্রায় ৪১১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হচ্ছে যা একটি বিশাল বৈশ্বিক আর্থিক বোঝা। চক্ষু স্বাস্থ্য সেবার সুযোগ শুধু শিক্ষা থেকে শিশুদের ঝরে পড়ার হার ৪৪% হ্রাস করেনা বরং এটি বেতনভূক্ত চাকুরি পাবার সুযোগ ১০% বাড়িয়ে দেয়। অন্ধত্বের ক্ষেত্রে লিঙ্গসমতাও একটি ইস্যু, কারণ দেখা গেছে ৫৫% অন্ধ মানুষ মহিলা বা বালিকা; পুরুষদের তুলনায় তাদের অন্ধ হওয়ার সম্ভাবনাও ৮% বেশি।

স্থায়ী প্রতিনিধি আরও বলেন, “বলাই বাহুল্য বিশ্বে লাখ লাখ মানুষ তাদের দৃষ্টিশক্তি হারাচ্ছে। এরফলে আর্থ-সামাজিক উন্নয়নে এসকল মানুষ তাদের পূর্ণ সম্ভাবনা ব্যবহার করতে পারছেনা। রেজুলেশনটি এই অবস্থা পাল্টাতে ভূমিকা পারবে বলে আমার বিশ্বাস”।

রেজুলেশনটিতে চক্ষু স্বাস্থ্য সেবাকে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনের জাতীয় প্রতিশ্রুতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভূক্ত করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ ও দাতাদের লক্ষ্য-ভিত্তিক অর্থায়ন, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে প্রতিরোধযোগ্য অন্ধত্ব মোকাবিলায় সহযোগিতা প্রদানের কথাও বলা হয়েছে রেজুলেশনটিতে। জাতিসংঘ যাতে এর সংশ্লিষ্ট সংস্থাসমূহের মাধ্যমে চক্ষু স্বাস্থ্য সেবার বিষয়টি তাদের কাজের সাথে যুক্ত করে নেয় সে অনুরোধও জানানো হয়েছে এতে। এছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট এবং এ সংক্রান্ত পরবর্তী পর্যালোচনায় চক্ষু সেবার জন্য নতুন একটি লক্ষ্য অন্তর্ভূক্ত করারও আহ্বান জানানো হয়েছে রেজুলেশনটিতে।

যথাযথ চক্ষু স্বাস্থ্য সেবায় প্রবেশাধিকার নেই এমন মানুষগুলোর প্রায় ৯০ ভাগ বাস করে নি¤œ ও মধ্যম আয়ের দেশগুলোতে। ২০১৮ সালের এক হিসেব মতে বাংলাদেশে ৩০ ও তদুর্ধ বয়সের অন্ধ মানুষের সংখ্যা প্রায় ৭ লাখ ৫০ হাজার এবং ৬০ লাখেরও বেশি মানুষের  চশমা পরিধান বা অন্য কোনো উপায়ে দৃষ্টিজনিত সমস্যা সমাধানের প্রয়োজন হয়।

উল্লেখ্য ১৯৯৯ সালে গৃহীত ‘ভিশন-২০২০’ শীর্ষক বৈশ্বিক পদক্ষেপ স্বাক্ষরকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশও রয়েছে।

***

News Links:

  1. The Daily Sun: Bangladesh’s UN envoy introduces first ever UNGA resolution on vision impairment
  2. UNB: First-ever UN resolution on vision impairment adopted unanimously
  3. The Ridgefield Press.com : UN adopts first resolution on vision, aims to help 1 billion
  4. Invisionmag.com : United Nations General Assembly Resolution Commits Countries to Eye Care For the World’s 1.1 Billion People with Preventable Sight Loss by 2030
  5. AP News: UN adopts first resolution on vision, aims to help 1 billion
  6. ABC News: UN adopts first resolution on vision, aims to help 1 billion
  7. WAOW: UN adopts first resolution on vision, aims to help 1 billion
  8. Daily Ittefaq: জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়ে বাংলাদেশের রেজুলেশন গৃহীত
  9. The Daily Star (Bangla) : জাতিসংঘে বাংলাদেশ উত্থাপিত দৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক প্রস্তাব গৃহীত
  10. Daily-Bangladesh: জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধকতা নিয়ে বাংলাদেশের রেজুলেশন গৃহীত
  11. Bangla Tribune: জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়ে বাংলাদেশের রেজুলেশন গৃহীত
  12. Priyo.com: বাংলাদেশের প্রস্তাবে জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক রেজুলেশন গৃহিত
  13. cbna24.com: জাতিসংঘে সাধারণ পরিষদে দৃষ্টি প্রতিবন্ধীতা বিষয়ক রেজুলেশন
  14. Dhaka Post: জা‌তিসং‌ঘে ‘দৃ‌ষ্টি প্রতিব‌ন্ধিতা’ রেজু‌লেশন উত্থাপন করল বাংলাদেশ
  15. drbtv.live: জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়ে বাংলাদেশের রেজুলেশন গৃহীত
  16. PPbd.news: জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বাংলাদেশের প্রস্তাব গৃহীত
  17. m.priyo.com: জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়ে বাংলাদেশের রেজুলেশন গৃহীত
  18. BDnews24.com: বাংলাদেশের প্রস্তাবে জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক রেজুলেশন গৃহিত
  19. Aparajeo Bangla: জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধীতা রেজুলেশন এই প্রথম, উত্থাপন বাংলাদেশ স্থায়ী প্রতিনিধির
  20. Bangladesh Beyond: জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধীতা বিষয়ক রেজুলেশন উত্থাপন করলো বাংলাদেশ
  21. bnanews24.com: জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধীতা বিষয়ক রেজুলেশন উত্থাপন করলো বাংলাদেশ
  22. Bangla News: জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক রেজুলেশন উত্থাপন করলো বাংলাদেশ