Bangladesh elected member of the Commission for Social Development of the UN

New York, 13 April 2022:     

 Bangladesh has been unanimously elected a member of the Commission for Social Development (CSocD), a subsidiary body of the UN Economic and Social Council (ECOSOC) for a four-year term (2023-2027).  The election was held at the ECOSOC Management meeting today. Along with Bangladesh, India and the Kingdom of Saudi Arabia have also been elected to this body from the Asia Pacific Group.

“Bangladesh has achieved remarkable success in poverty reduction and socio economic development under the visionary leadership of Prime Minister Sheikh Hasina. This election demonstrates the recognition of Bangladesh’s extraordinary success story by the international community,” said Ambassador Rabab Fatima, the Permanent Representative of Bangladesh to the UN after the election.

Bangladesh attaches high importance to the work of the Commission. “As a member of the Commission, we would make every effort to foster international cooperation for socio-economic development by sharing our good practices”, added Ambassador Fatima.

Commission for Social Development (CSocD) has been the key United Nations body that advises ECOSOC on social policies of general character and follows up the key social development themes. The Commission consists of 46 members.

***

নিউইয়র্ক, ১৩ এপ্রিল ২০২২:

 বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৭ মেয়াদে জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশন (সিসক্‌ডি) এর সদস্য নির্বাচিত হয়েছে। আজ জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসক ম্যানেজমেন্ট মিটিংয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সামাজিক উন্নয়ন কমিশন (সিসক্‌ডি) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর একটি সহযোগী প্রতিষ্ঠান। সিসক্‌ডিতে বাংলাদেশ ছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আরও নির্বাচিত হয়েছে ভারত ও সৌদিআরব।

সিসক্‌ডির এই নির্বাচনের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে” উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই নির্বাচন বাংলাদেশের অদম্য উন্নয়ন অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতির বহি:প্রকাশ।

বাংলাদেশ সবসময়ই কমিশনের কাজকে অত্যন্ত গুরুত্ব দেয় মর্মে উল্লেখ করে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, “কমিশনের সদস্য হিসাবে আমরা আমাদের উত্তম অনুশীলনগুলি ভাগ করে নিয়ে আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধি করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব”।

সামাজিক উন্নয়ন কমিশন জাতিসংঘের মূল সংস্থাসমূহের একটি যা ইকোসক-কে সামাজিক নীতি বিষয়ক পরামর্শ প্রদান করে এবং প্রধান সামাজিক উন্নয়ন বিষয়গুলোর ফলোআপ করে। কমিশনটি ৪৬ সদস্য নিয়ে গঠিত।

***