“We must enhance global efforts to save lives and reduce risks and vulnerabilities of migrants”—Shahriar Alam MP, State Minister for Foreign Affairs

New York, 19 May 2022: 

 Mr. Shahriar Alam MP, State Minister for Foreign Affairs said, “We must enhance global efforts to save lives and reduce risks and vulnerabilities of migrants during their migratory journey, including those caught up in situations of crisis”.  He was delivering national statement at the general debate of the International Migration Review Forum (IMRF) at the UN General Assembly.

He urged transit and destination countries not to forcibly return migrants under any circumstances.

He also underscored the importance of fulfilling the obligations of Member States for search and rescue of distressed migrants at sea. On multiple occasions, he added, “our own naval forces have rescued Myanmar’s forcibly displaced Rohingyas adrift at sea along our coasts”.

The general debate was chaired by H.E. Rabab Fatima, Permanent Representative of Bangladesh to the United Nations.

The state minister is leading a high-level Bangladesh delegation to the Migration Review Forum. Earlier in the day, he held bilateral meetings with Hon. Dr. Vince Henderson, Minister for Planning, Economic Development, Climate Resilience, Sustainable Development and Renewable Energy and the European Commissioner for Home Affairs, H.E. Ms. Ylva Johansson. They discussed issues of mutual interest, including Bangladesh’s candidature for the Human Rights Council election for 2023-25.

The Forum will conclude on 20th May 2022 with the adoption of a Progress Declaration.

 ***

নিউইয়র্ক, ১৯ মে ২০২২:

 “সঙ্কটময় পরিস্থিতিতে আটকাপড়া অভিবাসীসহ অভিবাসীদের অভিবাসন যাত্রার সময় জীবন বাঁচাতে এবং ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে আমাদের অবশ্যই বিশ্বব্যাপী প্রচেষ্টা বাড়াতে হবে” -আজ জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামের (আইএমআরএফ) সাধারণ বিতর্ক পর্বে প্রদত্ত জাতীয় ভাষণে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। কোনও পরিস্থিতিতে যাতে অভিবাসীদের জোর করে ফেরত পাঠানো না হয় সেবিষয়ে ট্রানজিট এবং গন্তব্যের দেশগুলির প্রতি আহ্বান জানান তিনি।

জলবায়ুজনিত অভিবাসনকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরে তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন বা খরার কারণে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের দুর্দশাকে অভিবাসন ও জলবায়ু পরিবর্তন – এই উভয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে।

তিনি সমুদ্রে দুর্দশায় পতিত অভিবাসীদের অনুসন্ধান ও উদ্ধারের জন্য সদস্য রাষ্ট্রগুলির যে বাধ্যবাধকতা রয়েছে তা পূরণ করার উপর গুরুত্বারোপ করেন। সাধারণ বিতর্কে তিনি বলেন,  “আমাদের নৌবাহিনী আমাদের সমুদ্র উপকূল থেকে মিয়ানমার কর্তৃক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের উদ্ধার করেছে”।

সাধারণ বিতর্ক পর্বটির সভাপতিত্ব করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

প্রতিমন্ত্রী মাইগ্রেশন রিভিউ ফোরামে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ডোমিনিকার পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু স্থিতিস্থাপকতা, টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী ডঃ ভিন্স হেন্ডারসন এবং ইউরোপীয় কমিশনের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার মিসেস ইলভা জোহানসন এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকসমূহে প্রতিমন্ত্রী ২০২৩-২৫ মেয়াদের জন্য মানবাধিকার কাউন্সিল নির্বাচনে বাংলাদেশের প্রার্থীতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

একটি অগ্রগতি ঘোষণা গ্রহণের মাধ্যমে ফোরামটি ২০শে মে ২০২২ শেষ হবে।

***