Two Bangladeshi fallen peacekeepers honoured during the commemoration of International Day of UN Peacekeepers at UNHQs; Ambassador Rabab Fatima received the Medals on behalf of Bangladesh

 

New York, 26 May 2022: 

“The sacrifice of the peacekeepers only strengthens our resolve to continue serving the cause of peace” says Ambassador Rabab Fatima while receiving the ‘Dag Hammarskjold Medal’ awarded posthumously to two Bangladeshi fallen peacekeepers. The award was handed over by the UN Secretary-General António Guterres in a ceremony to honour 117 peacekeepers of 42 countries who sacrificed their lives in the line of duty for world peace in 2021. The respective Permanent Representatives of 42 countries were present in the ceremony and received the awards on behalf of their countries. The two Bangladeshi fallen peacekeepers are: Major A K M Mahmudul Hasan (was serving in MINUSCA) and Lance Corporal Md. Rabiul Mollah (was serving in UNMISS). Ambassador Fatima received the medals on behalf of Bangladesh and signed the condolence book kept in the UNHQs. The Permanent Mission will make necessary arrangements to send the medals to the family members of the deceased peacekeepers.

After the ceremony, Ambassador Fatima laid floral wreath at the Peacekeepers Memorial Site in the North Lawn of the UNHQs in honour of all peacekeepers who have lost their lives during noble service with a peacekeeping operation. She was accompanied by the officers of the Permanent Mission of Bangladesh to the UN in New York and the members of the Bangladesh Armed Forces serving in the UNHQs.

Ambassador Fatima paid solemn tribute to all valiant peacekeepers who lost their lives in the service of peacekeeping and expressed deepest condolences to their families for their irreplaceable loss. She also mentioned that Bangladesh has lost many of its brave souls in the line of their sacred duty for world peace in a condolence message given on the occasion of the International Day of UN Peacekeepers.

The observance of the day started with laying floral wreath by the UN Secretary-General at the Peacekeepers Memorial Site in the North Lawn of the UNHQs. The theme for this year’s Day is “People Peace Progress: The Power of Partnerships.”The United Nations recognizes the professionalism, dedication and courage of the peacekeepers and honours the memory of those who have lost their lives in the cause of peace by commemorating the day and awarding the medal.

Bangladesh is currently the top contributor of uniformed personnel to UN peacekeeping operations and around 6802 Bangladeshi peacekeepers are deployed in 9 peacekeeping missions at present. So far, 161 peacekeepers from Bangladesh have lost their lives while serving in UN peacekeeping operations.

After a two-year break, this year, the United Nations has observed the ‘International Day of the UN Peacekeepers’ at the UN headquarters premises in person.

***

নিউইয়র্ক, ২৬ মে ২০২২:

“শান্তিরক্ষীদের আত্মত্যাগ শুধু শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে আমাদের সংকল্পকে শক্তিশালী করে”- আজ জাতিসংঘ সদরদপ্তরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের মরনোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান অনুষ্ঠানে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী দুইজন বাংলাদেশী শান্তিরক্ষী মেজর এ কে এম মাহমুদুল হাসান ও ল্যান্সকর্পোরাল মোঃ রবিউল মোল্লা এ মেডেল পান। মেজর এ কে এম মাহমুদুল হাসান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক-এ নিয়োজিত মিনুসকা (MINUSCA) মিশনে এবং ল্যান্স কর্পোরাল মোঃ রবিউল মোল্লা দক্ষিন সুদানে নিয়োজিত আনমিস (UNMISS) মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত হন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের কাজ থেকে বাংলাদেশের পক্ষে এ মেডেল গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বাংলাদেশ স্থায়ী মিশন এসকল মেডেল কর্তব্যরত অবস্থায় নিহত বাংলাদেশী শান্তিরক্ষীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।

এবারের আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী ৪২টি দেশের ১১৭ জন শান্তিরক্ষীকে বিশ্ব শান্তিরক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য ‘দ্যাগহ্যামারশোল্ড’ মেডেল প্রদান করা হয়। জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেজ (Antonio Guterres) বাংলাদেশসহ ৪২টি দেশের স্থায়ী প্রতিনিধিদের হাতে স্ব স্ব দেশের মেডেল তুলে দেন।

দিবসটি উপলক্ষে জাতিসংঘ সদরদপ্তরে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রদূত ফাতিমা। শোকবার্তায় তিনি উল্লেখ করেন, বিশ্ব শান্তির জন্য পবিত্র দায়িত্ব পালনে বাংলাদেশ তার অনেক সাহসী সন্তানকে হারিয়েছে। তিনি শান্তিরক্ষায় জীবনদানকারী সকল বীর শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং অপূরণীয় এই ক্ষতির জন্য তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মেডেল প্রদান অনুষ্ঠানের পর কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী সকল শান্তিরক্ষীদের সম্মানে জাতিসংঘ সদরদপ্তরের উত্তর লনে অবস্থিত “শান্তিরক্ষী মেমোরিয়াল সাইট ” এ পুস্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত ফাতিমা। এসময় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তাগণ ও জাতিসংঘ সদরদপ্তরে কর্মরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাতিসংঘ মহাসচিব কর্তৃক জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনে “শান্তিরক্ষী মেমোরিয়াল সাইট”-এ পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘জনগণ শান্তি অগ্রগতি: অংশীদারিত্বের শক্তি’। দিবসটিতে প্রতিবছর শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি এবং যাঁরা শান্তির জন্য জীবন হারিয়েছেন তাঁদের মরনোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করে পবিত্র স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বাংলাদেশের ৬ হাজার ৮০২ জন শান্তিরক্ষী বিশ্বের ৯টি মিশনে কর্তব্যরত রয়েছেন। দায়িত্বরত অবস্থায় এ পর্যন্ত জীবন উৎসর্গ করেছেন ১৬১ জন বাংলাদেশী শান্তিরক্ষী।

করোনা অতিমারিজনিত কারণে দুই বছর পর আবার জাতিসংঘ সদরদপ্তরে স্বশরীরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন করা হলো।

***