Bangladesh calls for reinvigorate efforts and initiatives to ensure and promote accountability for crimes against peacekeepers

New York, 15 December 2022:

“The attacks against the peacekeepers must be accounted for, and reinvigorated efforts and initiatives are needed by all stakeholders to ensure and promote accountability for crimes against peacekeepers,” said the Permanent Representative of Bangladesh to the UN, Ambassador Muhammad Abdul Muhith while speaking at the launching event of “Group of Friends to Promote Accountability for Crime against Peacekeepers” at the UN Headquarters.

Six countries – Bangladesh, Egypt, France, India, Morocco, and Nepal as co-chairs have launched the “Group of Friends to Promote Accountability for Crime against Peacekeepers”. In the launching event, the External Affairs Minister of India, H.E. Dr. S Jaishankar delivered the keynote speech. While the Permanent Representatives of 5 other co-chair countries, including Bangladesh delivered statements. The Under-Secretary General of the Department of Peace Operations, Mr Jean Pierre Lacroix and the representative from the Department of Operational Support also addressed the meeting.

In the keynote speech, mentioning that upholding accountability for crimes against UN peacekeepers is a multi-stakeholder’s task, the Indian External Affairs Minister emphasized on regular monitoring and follow up on accountability issues.

In his statement, Bangladesh Permanent Representative mentioned that Bangladesh’s commitment to the peacekeeping operations comes from the vision of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman for a peaceful world.  He emphasized on effective engagement with the host state, swift investigation into the incidents, capacity building of the host state, use of digital technology and addressing misinformation and disinformation campaign against the peacekeepers as critical issues in order to ensure and promote accountability for crime against peacekeepers.

This Group of Friends will act as a platform to promote accountability for all acts of violence against United Nations peacekeepers by facilitating support to the host state, creating awareness, exchanging information, sharing best practices, supporting initiatives, and mobilizing resources. On the day of launching, 36 member-states joined the newly formed Group of Friends.

***

নিউইয়র্ক, ১৫ ডিসেম্বর, ২০২২:

 “অবশ্যই শান্তিরক্ষীদের উপর আক্রমণের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সমাজের সকল অংশিদারদের নতুন নতুন প্রচেষ্টা ও উদ্যোগ নেয়া প্রয়োজন”-আজ শান্তিরক্ষীদের বিরুদ্ধে অপরাধের জবাবদিহিতা নিশ্চিত ও সুরক্ষার লক্ষ্যে গঠিত গ্রুপ অব ফ্রেন্ডস” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে এ কথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত।

নতুন গঠিত এই গ্রুপ অব ফ্রেন্ডস-টিতে কো-চেয়ার হিসেবে রয়েছে বাংলাদেশ, মিশর, ফ্রান্স, ভারত, মরক্কো এবং নেপাল। উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শংকর। বাংলাদেশসহ অন্য পাঁচটি সহ-সভাপতি দেশের স্থায়ী প্রতিনিধিগন স্ব স্ব দেশের পক্ষে বক্তব্য প্রদান করেন। এছাড়া বক্তব্য রাখেন জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া (Jean-Pierre Lacroix) এবং অপারেশনাল সাপোর্ট বিভাগের প্রতিনিধি।

শান্তিরক্ষীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিকে একটি বহু অংশিদারীত্ব ভিত্তিক প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জবাবদিহিতার বিষয়টিকে নিয়মিতভাবে  পর্যবেক্ষণ করার উপর জোর দেন।

প্রদত্ত্ব বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দূরদর্শিতার স্বাক্ষর রেখে গেছেন, তা থেকেই উদ্ভূত হয়েছে বিশ্ব শান্তি রক্ষার প্রতি বাংলাদেশের সুদৃঢ় অঙ্গিকার। শান্তিরক্ষীদের বিরুদ্ধে সৃষ্ট অপরাধের জবাবদিহিতা নিশ্চিত ও সুরক্ষার লক্ষ্যে তিনি স্বাগতিক দেশের সাথে কার্যকর যোগাযোগ রক্ষা, ঘটনার দ্রুত তদন্ত, সংশ্লিষ্ট ক্ষেত্রে  স্বাগতিক দেশের স্বক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির বাস্তবায়ন এবং ভুল ও বিকৃত তথ্যের প্রচার বন্ধ করার উপর গুরুত্বারোপ করেন। নবসৃষ্ট এই গ্রুপ অব ফ্রেন্ডসটি যেসকল কাজ করবে তার মধ্যে উল্লেখযোগ্য হল-স্বাগতিক দেশকে সহযোগিতা প্রদান, মানুষের মধ্যে সচেতনতাবোধ তৈরি, সঠিক তথ্যের আদান-প্রদান, সর্বোত্তম অনুশীলন ও সম্পদ ভাগাভাগি এবং সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ। এসকল কর্মসূচির মাধ্যমে গ্রুপটি শান্তিরক্ষীদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার সহিংসতামূলক কার্যকলাপ প্রতিহত করার নিমিত্ত্বে কাজ করে যাবে। উল্লেখ্য, উদ্বোধনী দিনে ৩৬ টি দেশ গ্রুপটিতে যোগদান করে।

***