UN unanimously adopts Bangladesh’s Resolution on Culture of Peace

New York, 14 June 2023:

The United Nations General Assembly unanimously adopted Bangladesh’s flagship Resolution on the ‘Culture of Peace’, today. The Permanent Representative of Bangladesh to the UN in New York Ambassador Muhammad Abdul Muhith introduced the Resolution at the UNGA. While introducing the Resolution, Ambassador Muhith highlighted the continued relevance of culture of peace in today’s world characterized by complex challenges and boundless opportunities. “Indeed, it is more urgent today than ever to promote a culture of peace; to prioritize dialogue and rapprochement over violence and confrontation.”, said Ambassador Muhith

The Resolution was first adopted on 13 September 1999, during the first tenure of Prime Minister Sheikh Hasina. Since then, Bangladesh has been facilitating this Resolution at the Assembly every year and also convening a High-level Forum on the Culture of Peace in the General Assembly. This recent High-Level Forum which was held on 06 September 2022, focused on transformative role of culture of peace to ensure justice, equality, and inclusion for advancing peacebuilding.

This year, the Resolution centered on collective efforts to address global risks and challenges with the United Nations playing a central role. It underscored the importance of strengthening preventive diplomacy, dialogue and healthy debates at all levels. While reaffirming the invaluable role of women in conflict prevention and resolution it called for full equal and meaningful participation of women in such processes. Among others, the resolution stressed the need to address the underlying drivers of violence and conflict and also to promote a culture of peace in the context of ongoing digital transformation.

Bangladesh’s Permanent Representative stated that the Resolution of the culture of peace has over time, grown in relevance, and evolved into a dominant theme finding larger footprints and recognition in all major UN discourses. “In the rapidly changing global situation, it has proved to be a useful means to complement UN Charter obligations of maintaining peace in the world”, he added.

This year’s Resolution has been cosponsored by more than 100 countries, showcasing a broad-based endorsement from a diverse representation of UN Member States. Bangladesh’s continued facilitation of this Resolution each year stands as a testament to the international community’s profound confidence in Bangladesh as a steadfast advocate for global peace.

***

নিউইয়র্ক, ১৪ জুন ২০২৩:

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ উত্থাপিত “শান্তির সংস্কৃতি’’ রেজুল্যুশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশের পক্ষে রেজুল্যুশনটি উত্থাপন করেন। প্রস্তাবটি উপস্থাপনের সময় রাষ্ট্রদূত মুহিত বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে শান্তির সংস্কৃতির অব্যাহত প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি বলেন, “সহিংসতা ও সংঘাত উত্তরণে সংলাপ ও সম্প্রীতির মাধ্যমে শান্তির সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথমবারের সরকারের সময় ১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে রেজুল্যুশনটি প্রথমবারের মতো গৃহীত হয়। এরপর থেকে প্রতিবছর বাংলাদেশ ‘শান্তির সংস্কৃতি’ রেজুল্যুশনটি জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থাপন এবং ‘শান্তির সংস্কৃতি’ বিষয়ে উচ্চ পর্যায়ের একটি ফোরামের আয়োজন করে আসছে। সম্প্রতি ০৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে  উচ্চ পর্যায়ের এই ফোরাম অনুষ্ঠিত হয়। ন্যায়বিচার, সাম্যতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে সারা বিশ্বে শান্তি বিনির্মাণ প্রচেষ্টাকে ত্বরান্বিত করার জন্য শান্তির সংস্কৃতির রূপান্তরমূলক ভূমিকার উপর আলোকপাত করা হয় এই উচ্চ সভাটিতে।

এবারের রেজুল্যুশনটি বিশ্বব্যাপী নানাবিধ ঝুঁকি এবং চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকায় সকল সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার উপর আলোকপাত করে। এটি সর্বস্তরে প্রতিরোধমূলক কূটনীতি ও সংলাপ জোরদার করার ওপর জোর দেয়। সংঘাত প্রতিরোধ ও সমাধানে নারীর অগ্রণী ভূমিকার পুনর্ব্যক্ত করে এটি এই ধরনের প্রক্রিয়ায় নারীদের পূর্ণ, সমান ও অর্থপূর্ণ অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। এছাড়া, রেজুল্যুশনটি সহিংসতা এবং সংঘাতের অন্তর্নিহিত কারণসমূহ চিহ্নিত করে তা মোকাবেলা করার এবং চলমান ডিজিটাল রূপান্তরের প্রেক্ষাপটে শান্তির সংস্কৃতিকে আরো উন্নীত করার প্রয়োজনীয়তার উপর জোর দেয়।

রাষ্ট্রদূত মুহিত বলেন, সময়ের সাথে সাথে রেজুল্যুশনটির প্রাসঙ্গিকতা বহুগুণে বেড়েছে, এর ফলে জাতিসংঘের প্রধান প্রধান কার্যাবলীতে ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটি বৃহত্তর পদচিহ্ন রাখতে পেরেছে এবং একটি প্রভাব সৃষ্টিকারী রেজুল্যুশনে পরিণত হতে পেরেছে। রাষ্ট্রদূত মুহিত আরও বলেন, “দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তার প্রেক্ষাপটে এটি একটি কার্যকর হাতিয়ার হিসেবে প্রমাণিত যা বিশ্বশান্তি বজায় রাখতে জাতিসংঘ সনদের দায়বদ্ধতার পরিপূরক হিসেবেও ভূমিকা রেখে চলেছে”।

এবছর ১০০ টির বেশি দেশ বাংলাদেশের এই রেজুল্যুশনটিকে কো-স্পন্সর করেছে যা ‘শান্তির সংস্কৃতি’ ধারণা এগিয়ে নিতে একটি ব্যাপক সমর্থন। রেজুল্যুশনটির প্রতি অব্যাহত এই সমর্থন এবং প্রতিবছর সর্বসম্মতভাবে এটি গ্রহণ, শান্তির প্রবক্তা হিসেবে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশাল আস্থারই সাক্ষ্য বহণ করে।

***

News Links:

  1. Dhaka Tribune : UN unanimously adopts Bangladesh’s resolution on Culture of Peace
  2. The Financial Express : UN unanimously adopts Bangladesh’s Culture of Peace resolution
  3. TBS News : Culture of Peace: UN unanimously adopts Bangladesh’s resolution
  4. Bangladesh Post : Bangladesh’s ‘Culture of Peace’ resolution was adopted unanimously at the United Nations
  5. Daily Samakal : জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত
  6. Daily Ittefaq : জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
  7. Bangladesh Pratidin : জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
  8. UNB : জাতিসংঘে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
  9. VOA Bangla : জাতিসংঘে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের শান্তির সংস্কৃতি রেজুলেশন গৃহীত
  10. Bangla Tribune : জাতিসংঘে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
  11. Dainik Amader Shomoy : জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত
  12. Dhaka Times : জাতিসংঘে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
  13. Ekushey Sangbad : জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত