Bangladesh Ambassador calls for urgent actions in resolving the Rohingya crisis.

New York, 04 October 2021:

 “The international community and regional countries must continue their efforts to resolve the Rohingya crisis. Creating conducive environment in the Rakhine State and ensuring accountability for the horrendous crimes committed against them are critical in this regard,” said Ambassador Rabab Fatima while delivering her statement at the 3rd committee general debate held at the UN headquarters today.

In her statement, Ambassador Fatima expressed serious concern at the growing sense of hopelessness in the Rohingya camps in Bangladesh, which is caused by the delay in repatriation. “While Bangladesh is doing its best to ensure humanitarian assistance to the Rohingyas, including by ensuring vaccination of all the eligible Rohingyas, the ultimate solution to this protracted crisis lies in their safe, sustainable, and dignified return in Myanmar,” she stated.

Ambassador Rabab Fatima called upon the international community and the regional countries to continue their efforts in this regard. “We will work with the OIC and the European Union on the annual resolution in this Committee on the human rights situation of Rohingya Muslims and other minorities in Myanmar,” she added.

In her statement Ambassador Fatima outlined Bangladesh’s core priorities in the third committee this year. Apart from the resolution on Rohingya crisis, the key priorities of Bangladesh include, ensuring vaccine equity, promoting women empowerment and addressing violence against women, ensuring rights of the children including their right to education, protecting the rights and well-beings of migrant workers, and promotion and protection of human rights at the national and global level.

Shedding lights on the disproportionate impacts of COVID 19 pandemic on people in vulnerable situation, the Bangladesh Ambassador called for greater solidarity and cooperation to promote an inclusive and resilient recovery. “The pandemic has exacerbated pre-existing inequalities and exclusion both within and across our societies. And we believe that this Committee has a special responsibility to promote actions to protect the most vulnerable, and to help us chart a recovery that leaves no one behind,” she added.

Earlier in the morning Ambassador Rabab Fatima delivered her statement at the First Committee and fifth committee general debates.

 ***

নিউইয়র্ক, ০৪ অক্টোবর ২০২১:

“রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশসমূহকে তাদের প্রচেষ্টাসমূহ অব্যাহত রাখতে হবে। মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং রোহিঙ্গাদের উপর সৃষ্ট নৃশংসতম অপরাধের দায়বদ্ধতা নিরুপন করা এক্ষেত্রে অত্যন্ত জরুরি” -আজ জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে বক্তব্য প্রদানকালে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার কারণে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পসমূহে হতাশার সৃষ্টি হচ্ছে এবং তা ক্রমশ: বেড়েই চলছে মর্মে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রদূত ফাতিমা। তিনি বলেন, “ রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে এমনকি ভ্যাকসিনের উপযোগী সকল রোহিঙ্গাদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করছে, কিন্তু দীর্ঘমেয়াদী এ সমস্যার সমাধান নিহিত রয়েছে নিজভূমি মিয়ানমারে তাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপর”।

এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশসমূহকে মিয়ানমার সঙ্কটের সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। তিনি বলেন, “ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক বার্ষিক রেজুলেশন নিয়ে এই কমিটিতে আমরা ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নের সাথে কাজ করে যাবো”।

সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বাংলাদেশের অগ্রাধিকার বিষয়সমূহ তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা। রোহিঙ্গা সঙ্কট ছাড়াও তৃতীয় কমিটিতে বাংলাদেশ যে সকল বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব প্রদান করবে তা হলো: ভ্যাকসিন সমতা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন এবং নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ, শিক্ষাসহ শিশুদের সকল অধিকারের সুরক্ষা, অভিবাসী কর্মীগণের কল্যাণ ও অধিকারের সুরক্ষা এবং জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে মানবাধিকার সমুন্নত ও সুরক্ষিত রাখা।

নাজুক পরিস্থিতিতে নিপতিত মানুষের উপর কোভিড-১৯ যে অসামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলেছে তা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা। তিনি এ সঙ্কট কাটিয়ে উঠতে সামগ্রিক ও টেকসই পূনরুদ্ধারের উপর জোর দেন এবং এক্ষত্রে বৃহত্তর একতা, সহযোগিতা ও সমন্বয়ের আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, “ আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে ও বাইরে ইতোপূর্বে বিদ্যমান অসমতা ও ব্যবধানকে এই কোভিড আরও বাড়িয়ে দিয়েছে। আমরা বিশ্বাস করি, কোভিড অতিমারি থেকে পূনরুদ্ধারের লক্ষ্যে গৃহীত কর্মসূচিতে যাতে কেউ বাদ না পড়ে তা নিশ্চিত করতে এই কমিটি ভূমিকা রাখবে”।

এর আগে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম কমিটি ও পঞ্চম কমিটির সাধারণ বিতর্কে বক্তব্য প্রদান করেন।

***